ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলায় বিএনপির উদ্বেগ

  15-03-2019 02:18PM


পিএনএস ডেস্ক: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি।

আজ শুক্রবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দলের পক্ষ থেকে এ উদ্বেগ প্রকাশ করেন।

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে আজ শুক্রবার দুই মসজিদসহ কয়েকটি স্থানে বর্বরোচিত সন্ত্রাসী হামলায় কমপক্ষে ৪০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অন্তত দুইজন বাংলাদেশি রয়েছেন বলে জানা গেছে।

তিনি বলেন, নিউজিল্যান্ডে সফররত আমাদের খেলোয়াড়রা অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন। আমি আল্লাহর কাছে এর জন্য শুকরিয়া জানাচ্ছি। ঘটনার পর পরই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার পক্ষ থেকে উদ্বেগ জানিয়েছেন।

রিজভী বলেন, দলের পক্ষ থেকে সন্ত্রাসী হামলায় নিহতদেরও মাগফেরাত কামনা করছি। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি তিনি আমাদের খেলোয়াড়দের বাঁচিয়ে দিয়েছেন।

উল্লেখ্য, হ্যাগলি ওভাল মাঠের খুব কাছে একটি মসজিদে অনুশীলন শেষে বাংলাদেশ ক্রিকেট টিমের সদস্যরা জুমার নামাজ পড়তে যান। সেখানে বিপদের বার্তা পেয়ে বাংলাদেশি খেলোয়াড়রা মসজিদে প্রবেশ না করেই ফিরে আসেন।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন