জামায়াত ২০ দলের সঙ্গে ছিল, থাকবে: গোলাম পারোয়ার

  15-05-2019 03:05PM

পিএনএস ডেস্ক :বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বর্তমান এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে মুক্তির আন্দোলনে বাংলাদেশ জামায়াত ইসলামী বিএনপির নেতৃত্বাধীন ২০ দলের সঙ্গে ছিল এবং থাকবে বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য মিয়া মোহাম্মদ গোলাম সারওয়ার।

বুধবার(১৫ মে) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি-(এলডিপি) আয়োজিত ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং মধ্যবর্তী নির্বাচন শীর্ষক এক গোলটেবিল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

জামায়াতের এই নেতা বলেন, ‘শেখ হাসিনার টেলিফোন আলাপ, যেটা মিডিয়ায় এসেছে তাতে প্রমাণিত হয় বেগম জিয়া আদালতের কাছে আটকে যায়নি তাকে আটকে রাখা হয়েছে তিনি মূলত ফ্যাসিবাদের জিঞ্জিরায় আবদ্ধ হয়ে আছেন।’

তিনি বলেন,‘কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে মুক্তির আন্দোলন একই সংগ্রাম। বাংলাদেশে ফ্যাসিবাদ বর্তমানে ভয়াবহ রূপে আবির্ভূত হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং মধ্যবর্তী নির্বাচন এই ইস্যুতে যে গোলটেবিল আলোচনা সভার আয়োজন করা হয়েছে আমি মনে করি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এটা কোন আদালতের বিষয় নয় এটি একটি ধূম্রজাল সৃষ্টি করা হয়েছে।’

গোলাম পারোয়ার বলেন, ‘ঐক্যফ্রন্ট বলি আর ২০ দল বলি আমাদের সবাইকেই কৌশলের বিষয়ে স্পষ্ট হতে হবে। জনগণের সঙ্গে আমরা রাজনীতি করি তাদের সেন্টিমেন্ট যদি আমরা না বুঝি সেটাকে মানুষ কোনভাবেই কৌশল হিসেবে নেয় না।’

এলডিপির সভাপতি কর্নেল অলি আহমেদের সভাপতিত্বে গোলটেবিল আলোচনা সভায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী,কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর (অব:) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, সাবেক এমপি গোলাম মাওলা রনি, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতউল্লাহ, নিলুফার চৌধুরী মনি প্রমুখ বক্তব্য দেন।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন