আবরার হত্যার প্রতিবাদে ঐক্যফ্রন্টের শোক র‌্যালী রোববার

  12-10-2019 04:37PM

পিএনএস ডেস্ক:বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে সমাবেশ ও শোক র‌্যালি করার সিদ্ধান্ত নিয়েছে ঐক্যফ্রন্ট।

বৃহস্পতিবার মতিঝিলে ঐক্যফ্রন্টের শীর্ষনেতা ড. কামাল হোসেনের চেম্বারে ফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানান, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

মাহমুদুর রহমান মান্না জানান, আবরার ফাহাদ হত্যার বিচার দাবিতে রোববার বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাব অডিটোরিয়ামে জমায়েত ও নাগরিক শোকর‌্যালি অনুষ্ঠিত হবে। শোকর‌্যালি সফল করার জন্য জাতীয় ঐক্যফ্রন্টের সব সংগঠনের নেতা-কর্মীদের ব্যাপক উপস্থিতির নির্দেশনা দেওয়া হয়।

সভায় বক্তব্য রাখেন- গণদলের সভাপতি একেএম গোলাম মাওলা চৌধুরী, গণফোরামের মোশতাক আহমেদ, বিএনপির জাহাঙ্গীর আলম মিন্টু, জেএসডির মোশারফ হোসেন, বিকল্পধারা বাংলাদেশের চাষী এনামুল হক, আজমেরি বেগম ছন্দা, নাগরিক ঐক্যের মোফাখখারুল ইসলাম নবাব, গ্রিন পার্টির চেয়ারম্যান রাজু আহমেদ, ঐক্যপ্রক্রিয়ার চেয়ারম্যান আবুল কাসেম, গণফোরামের লতিফুল বারী হামিম, মো. আজাদ হোসেন, বিকল্পধারা বাংলাদেশের মাহবুব মোর্শেদ হেলাল প্রমুখ।

শোকর‌্যালিতে অংশগ্রহণের জন্য জাতীয় ঐক্যফ্রন্টের সমন্বয় কমিটির পক্ষ থেকে সর্বস্তরের নাগরিকদের আহ্বান জানানো হয়।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন