গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান ফখরুলের

  15-09-2020 09:22PM

পিএনএস ডেস্ক : ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার নাগরিক স্বাধীনতা, ভোটাধিকার, মানবিক মর্যাদা ও মানবিক সাম্য হরণ করছে দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত এক বাণীতে বিএনপি মহাসচিব এ আহ্বান জানান।

মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রের অনুশীলনে সকলকে উদ্বুদ্ধ করতে জাতিসংঘ কর্তৃক ২০০৭ সালের ১৫ সেপ্টেম্বর থেকে এই দিবসটি পালিত হয়ে আসছে। দেশে ইতিপূর্বে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে যারা জীবন দিয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান তিনি।

তিনি বলেন, প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্রে নাগরিকদের মর্যাদা সমুন্নত থাকে। গণতান্ত্রিক শাসনব্যবস্থায় মানুষকে দাসে পরিণত করা যায় না। একমাত্র গণতান্ত্রিক রাষ্ট্র সমাজেই কেবলমাত্র মানুষের অধিকার নিশ্চিত হয়। বাংলাদেশসহ বিভিন্ন দেশে এখনো একদলীয় দুঃশাসনের কালো ছায়া বিরাজমান।

বিএনপি মহাসচিব বলেন, নানা কালাকানুনের মাধ্যমে সংবাদপত্রের স্বাধীনতাকে হরণ করে মত প্রকাশের স্বাধীনতার কণ্ঠরোধ করা হয়েছে। ভিন্নমতের কারণে অনেকেই গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যার শিকার হয়েছেন। আমরা বর্তমানে এক ভয়াবহ দুর্দিন অতিক্রম করছি।

পিএনএস/এসআইআর


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন