টুইটারে বাংলাদেশির খোঁচা, জবাবে যা বললেন অশ্বিন

  19-10-2016 11:29AM


পিএনএস ডেস্ক: চলতি বছরের ১৩ মার্চ টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে ওমানকে মোকাবেলা করার অপেক্ষায় ছিল বাংলাদেশ। ভারতীয় স্পিনিং অলরাউন্ডার রবীচন্দন অশ্বিন সেই ম্যাচের আগে টুইট করেন, ‘বাংলাদেশ-ওমানের ম্যাচ দেখতে তর সইছে না। বাংলাদেশ জিতে গেলে নি:সন্দেহে পুরো দেশটা খুশি হবে, কিন্তু ওমান জিতলে খুশি হবে পুরো ক্রিকেট বিশ্ব।’

অশ্বিনের এমন টুইটের পর স্বাভাবিক ভাবেই ক্ষেপে ছিল বাংলাদেশি সমর্থকরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এই নিয়ে রোষের মুখেও পড়েন। সেটার রেশ এখনও চলছে।

এরই মাঝে নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান ভারতের ওয়ানডে সিরিজেও আবারও অশ্বিনকে এক হাত নিলেন এক বাংলাদেশি সমর্থক। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডের দিন, গত ১৬ অক্টোবর, রোববার রকিবুল ইসলাম অপূর্ব নামের এক বাংলাদেশি টুইটারে অশ্বিনকে খোঁচা দিয়েছেন।

তামিল নাড়ুর এই ক্রিকেটারকে উদ্দেশ্য করে টুইটারে তিনি লিখেছিলেন, ‘ভারত সিরিজ জিতে নিলে ভারতীয়রা খুশি হবে। কিন্তু, নিউজিল্যান্ড জিতে গেলে খুশি হবে পুরো বিশ্ব।’

অশ্বিন ব্যাপারটা সহজভাবে নেননি। জবাবে তিনি রীতিমত ইতিহাস টেনে নিয়ে আসেন। লিখেন, ‘ভারত ১৯৪৭ সালেই স্বাধীন হয়ে গেছে। যাই হোক, ধন্যবাদ।’

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন