তামিম-রিয়াদের ব্যাটে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ

  21-10-2016 02:38PM

পিএনএস ডেস্ক: চট্টগ্রাম টেস্টে প্রথম ইনিংসে ইংল্যান্ডের ২৯৩ রানের জবাবে দ্বিতীয় দিনে ব্যাট হাতে দারুণ খেলছেন ওপেনার তামিম ইকবাল। সাদা পোশাকে নিজের উনিশতম ফিফটি তুলে নিয়েছেন তামিম। তাঁর অর্ধশতকে ভর করে ১০০ পেরোল বাংলাদেশ।

২৯৩ রানের জবাবে দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে পরপর দুই উইকেট হারিয়ে কিছুটা বিপাকে পড়ে বাংলাদেশ। কিন্তু রানের চাকা সচল রাখার দায়িত্ব কাঁধে নেন তামিম-মাহমুদউল্লাহ।

দুই টাইগার ওপেনার তামিম ইকবাল ও ইমরুল কায়েস সতর্কহাতেই ব্যাটিং শুরু করেন। কিন্তু নিজের ইনিংস খুব বেশি লম্বা করতে পারেননি ইমরুল। ব্যক্তিগত ২১ রানে ইমরুল ফিরে গেলে ক্রিজে আসেন মমিনুল হক। তিনিও রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নের পথ ধরলেন।

এর আগে মিরাজ-তাইজুলের ঘূর্ণিতে ২৯৩ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচে স্পিনারদের কাছে ভালোভাবেই ধরাশয়ী হল ইংলিশ ব্যাটসম্যানরা। প্রথম ইনিংসেই ১০টি উইকেটই খোয়াল ইংল্যান্ড দল। প্রথম ইনিংস শেষে ২৯৩ রানেই থামতে হল রুট-বাটলারদের।

তবে কাজের কাজটা করেছেন বাংলাদেশি স্পিনাররা। ১০টি উইকেটের সবকটিই শিকার করেছে টাইগারদের তিন স্পিনার। মিরাজ (৬টি), সাকিব (২টি), তাইজুল (২টি)।

১৯৮৬ পাকিস্তানের বিপক্ষে ফয়সালাবাদে এমন অভিজ্ঞতার স্বাদ পায় ইংল্যান্ড। ওই ম্যাচেও প্রথম ইনিংসে ১০ উইকেট হারায় দলটি। দীর্ঘ ৩০ বছর পর চট্টগ্রাম টেস্টে আবারও একই দশায় ভুগতে হল কুক বাহিনীকে।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন