ইংল্যান্ডকে চেপে ধরেছে বাংলাদেশ

  22-10-2016 12:11PM

পিএনএস ডেস্ক: চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন সকালে অ্যালিস্টার কুক ও জো রুট কে ফিরিয়ে শুভ সুচনা করেছেন মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসান। নিজের পঞ্চম ওভারের প্রথম বলেই কুককে মাহমুদুল্লাহর হাতে ক্যাচ দিতে বাধ্য করেন মিরাজ। পরের ওভারের দ্বিতীয় বলেই ক্রিজে আসা রুটকে এলবিডব্লিউ এর ফাঁদে ফেলেন তিনি। ১১ তম ওভারে ডাকেটকেও ফিরিয়ে দেন সাকিব। ১১ ওভারে ইংল্যান্ডের সংগ্রহ দুই উইকেটে ২৮ রান।

এরআগে প্রথম ইনিংসে ২৪৮ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। আগের দিনের পাঁচ উইকেটে ২২১ রান নিয়ে দিন শুরু করে বাংলাদেশ। শেষ পাঁচটি উইকেট হারিয়ে বাংলাদেশ যোগ করে মাত্র ২৭ রান।

শনিবার টেস্টের তৃতীয় দিনে সকালের দ্বিতীয় বলে আউট হন সাকিব আল হাসান। মইন আলীর বলে ৩১ রানে স্টাম্পড হন তিনি। আদিল রশিদের বলে দুই রান করে আউট হন নাইট ওয়াচম্যান শফিউল ইসলাম। মেহেদী মিরাজ এক রানে ফেরেন বেন স্টোকসের বলে। সাব্বিরের ব্যাট থেকে আসে ১৭ আর রাব্বি করেন শূন্য।

২৬ রানে চার উইকেট নিয়েছেন বেন স্টোকস। প্রথম ইনিংসে ইংল্যান্ডের সংগ্রহ ছিল ২৯৩ রান।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন