পাকিস্তানের ৩৪২ রানের লিড

  23-10-2016 10:13PM

পিএনএস: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন শেষে ৩৪২ রানের লিড নিয়েছে পাকিস্তান।

ইউনিস খানের সেঞ্চুরি ও মিসবাহ-উল-হকের ৯৬ রানে ভর করে প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৪৫২ রান তোলে পাকিস্তান। জবাবে ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম ইনিংসে ২২৪ রানে অলআউট হয়ে যায়।

২২৮ রানের লিড পেয়ে রোববার দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে পাকিস্তান। ৩৯ ওভারে ১ উইকেট হারিয়ে ১১৪ রান তুলে তৃতীয় দিন শেষ করেছে পাকিস্তান। ক্রিজে আছেন আজহার আলী (৫২*) ও আসাদ শফিক (৫*)। ১১১ বলে ৫টি চারের সাহায্যে ৫০ রান করে আউট হয়েছেন সামি আসলাম।

এর আগে ৪৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ১০৪ রান করে দ্বিতীয় দিন শেষ করেছিল ওয়েস্ট ইন্ডিজ। আজ রোববার তৃতীয় দিনে ব্যাট করতে নেমে বাকি ৬টি উইকেট হারিয়ে ১২০ রানের বেশি করতে পারেনি তারা। তাতে ৯৪.৪ ওভারে ২২৪ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ব্যাট হাতে ড্যারেন ব্রাভো সর্বোচ্চ ৪৩ রান করেন। অপরাজিত ৩১ রানে করেন জ্যাসন হোল্ডার। ৩০ রান আসে মারলন স্যামুয়েলসের ব্যাট থেকে।

বল হাতে পাকিস্তানের ইয়াসির শাহ ৪টি উইকেট নেন। ৩টি উইকেট নেন রাহাত আলী। ২টি উইকেট নেন সোহেল খান।



পিএনএস/বাকিবিল্লাহ্

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন