ঘরের মাঠে জয়বঞ্চিত ম্যানসিটি

  23-10-2016 11:01PM

পিএনএস: ঘরের মাঠে রোববার সাউদাম্পটনের মুখোমুখি হয় ম্যানচেস্টার সিটি। কিন্তু জয়ের দেখা পায়নি পেপ গার্দিওলার শিষ্যরা। ১-১ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করেছে।

এ নিয়ে টানা পঞ্চম ম্যাচে জয় বঞ্চিত হল ম্যানচেস্টার সিটি। আর পেপ গার্দিওলার জন্য এটা তার কোচিং ক্যারিয়ারে সবচেয়ে বেশি ম্যাচ জয় বঞ্চিত থাকার রেকর্ড।

জয় না পেলেও পয়েন্ট টেবিলের শীর্ষস্থান তাদের দখলেই রয়েছে। ৯ ম্যাচ থেকে ২০ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে অবস্থান করছে স্কাই ব্লুজরা। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থেকে ম্যানসিটির ঘাড়ে তপ্ত নিঃশ্বাস ছাড়ছে আর্সেনাল। সমান পয়েন্ট নিয়ে লিভারপুল রয়েছে তৃতীয় স্থানে।

রোববার ঘরের মাঠে ২৭ মিনিটের মাথায় পিছিয়ে পড়ে ম্যানসিটি। সাউদাম্পটনের নাথান রেডমন্ড গোল করে এগিয়ে নেন দলকে (১-০)। তার গোলে এগিয়ে থেকেই বিশ্রামে যায় সাউদাম্পটন।

বিতরির পর ম্যাচ সমতা ফেরাতে বেশি সময় নেয়নি ম্যানসিটি। ৫৫ মিনিটের সময় ম্যানসিটির নাইজেরিয়ান খেলোয়াড় খেলেচি ইহিনাচো গোল করে ম্যাচে সমতা ফেরান (১-১)।

বাদবাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে উভয় দল।



পিএনএস/বাকিবিল্লাহ্

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন