বরিশালের কাছে হেরে বাদ পড়ার শঙ্কায় রাজশাহী

  01-12-2016 10:08PM

পিএনএস: নিজেদের ১১তম ম্যাচে বরিশাল বুলসের বিপক্ষে ১৭ রানে হেরে প্লে-অফের সম্ভাবনা শঙ্কায় ফেলে দিল সাব্বিরের রাজশাহী কিংস।

১০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে তারা। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে পঞ্চম রংপুর। সাব্বিররা আজকে জিতলে প্লে-অফের সম্ভাবনা জোরালো হতো। সামনের ম্যাচে রংপুর জিতলে চতুর্থ স্থানে চলে আসবে। বরিশাল আজ জেতায় আট পয়েন্ট নিয়ে কুমিল্লাকে ঠেলে ছয় নম্বরে উঠেছে।

এদিন দলীয় ২৭ রানের মাথায় নুরুল হাসানকে হারায় রাজশাহী। এরপর আর ৯ রান তুলতে বিদায় নেন সাব্বির রহমান (৮)। মুমিনুলও অল্পতে ফিরে যান। দলীয় ৫৩ রানের মাথায় এনামুল হকের বলে কাটা পড়েন। দেখতে দেখতে রকিবুল হাসান পেরেরার বলে মুশফিকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন।

৬৮ রান তুলতে এই চার উইকেট হারানোর পর হাল ধরেন সামিট প্যাটেল এবং ফ্রাঙ্কলিন।

১৭তম ওভারের তৃতীয় বলে ফ্রাঙ্কলিন (১৮) রাব্বীর বলে বাউন্ডারি লাইনে ধরা পড়লে রাজশাহীর চিন্তা বাড়ে।

খানিক বাদে শেষ ভরসা সামিট প্যাটেল (৬২) ‘ডাউন দ্য ট্রাকে’ এসে উঠিয়ে মারতে যেয়ে লংঅফে নাফিসের হাতে ধরা পড়েন। শেষ ওভারে জয়ের জন্য দরকার পড়ে ২৮। এই অসম্ভবকে সম্ভব করতে পারেননি ড্যারেন স্যামি এবং মেহেদি হাসান মিরাজ।

রাজশাহী গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবে চিটাগাংয়ের বিপক্ষে, ৩ ডিসেম্বর।
সংক্ষিপ্ত স্কোর
বরিশাল ১৬১/৪
(মেন্ডিস ৮ বলে ৬, মালান ৩৩ বলে ৫৬, মাহমুদ ৪৩ বলে ৪৩, মুশফিক ৮ বলে ৮, নাফিস ৬ বলে ১৬*, পেরেরা ২২ বলে ২৯*; সামি ১/১৬, মিরাজ ১/৩৪, ফরহাদ রেজা ১/৩২।)
রাজাশাহী ১৪৪/৭
(মুমিনুল ১৬ বলে ১৬, নুরুল হাসান ৬ বলে ১২, সাব্বির ৬ বলে ৮, প্যাটেল ৫১ বলে ৬২; রাব্বি ১/২৭, এমরিট ৩/২৭, পেরেরা ১/৩৫।)

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন