হোটেলের আগুন থেকে বেঁচে গেল পাক ক্রিকেটাররা

  07-12-2016 07:17AM


পিএনএস : পাকিস্তানের ঘরোয়া লিগের দল ইউনাইটেড ব্যাংক লিমিটেডের টিম হোটেলে আগুনের ঘটনায় ১১ জন নিহত হয়েছেন। এতে দুই ক্রিকেটারসহ আহত ৪৫ জন। করাচি শহরে হোটেল রিজেন্ট প্লাজা নামে চার তারকা হোটেলটির রান্না ঘর থেকে রবিবার ভোররাতে আগুনের সূত্রপাত হয় বলে জানায়ায় । এসময় দেশী ছাড়াও বিদেশী অতিথিরা হোটেলের ভিতরে ছিলেন।

এবার ইউবিএল পাকিস্তানের প্রিমিয়ার প্রথমশ্রেণির টুর্নামেন্ট কায়েদ-ই-আজম ট্রফিতে এবার খেলছে। এই হোটেলেই দলের অষ্টম রাউন্ডের ম্যাচ চলাকালে ১০ ক্রিকেটার ছিলেন । আরও ছিলেন দলটির সাবেক টেস্ট ক্রিকেটার উমর আমিন। তবে নিহতদের মধ্যে কোন ক্রিকেটার নেই বলে নিশ্চিত করেছেন দলটির ম্যানেজার নাতিম খান।

ইউবিএল দলের ম্যানেজার জানান, হোটেলের চতুর্থ তলায় অবস্থান করা ক্রিকেটারা রাত ৩টা ৩০ মিনিটে আগুন ও ধোঁয়া আঁচ করতে পেরে জেগে ওঠে এবং আগুন থেকে নিজেদের রক্ষা করতে গিয়ে গোড়ালিতে চোট পান অলরাউন্ডার ইয়াসিম মুরতাজা। হাতের ইনজুরিতে পড়েন লেগ স্পিনার কারামাত আলী।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন