১৬০ রানের টার্গেটে ব্যাট করছে রাজশাহী

  09-12-2016 08:08PM

পিএনএস:বিপিএলের ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছে ঢাকা ডায়নামাইটস ও রাজশাহী কিংস। মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতেন রাজশাহী কিংসের অধিনায়ক ড্যারেন স্যামি। তিনি ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন।

টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৯ রান সংগ্রহ করেছে ঢাকা ডায়নামাইটস। জয়ের জন্য রাজশাহী কিংসকে করতে হবে ১৬০ রান।
১৬০ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমেছে রাজশাহী কিংস।

ঢাকার এভিন লুইস ৩১ বলে ৮ চারের সমন্বয়ে ৪৫ রান করেন। কুমার সাঙ্গাকারা ৩৬ রান করেন। ১৩ রান করেন ডোয়াইন ব্রাভো। সাকিব ১২ রান করেন। এ ছাড়া সানজামুল ইসলাম ১২ রানে অপরাজিত থাকেন। বাকিদের কেউ দুই অঙ্কের কোটা ছুঁতে পারেনি। ফলে ফাইনালে বড় সংগ্রহও পায়নি ঢাকা।

বল হাতে রাজশাহীর ফরহাদ রেজা ৩টি উইকেট নেন।

লিগ পর্যায়ের দুইবার মুখোমুখি হয়েছিল ঢাকা ও রাজশাহী। দুইবারই অবশ্য হেরেছে ঢাকা। আজ কী তারা দুইবার হারের জবাব দিতে পারবে? নাকি তাদের আবারো হারিয়ে বিপিএলের চতুর্থ আসরের চ্যাম্পিয়ন হবে রাজশাহী? জানতে অপেক্ষা করতে হবে রাত পর্যন্ত।


পিএনএস/বাকিবিল্লাহ্

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন