‘সাকিব-মুশফিক অসাধারণ খেলেছে’

  13-01-2017 10:46PM

পিএনএস : ‘শুরুটা তামিম বেশ আক্রমণাত্মক করেছিল। তার অনুপ্রেরণায় সাকিবরা ইনিংসটা টেনে নিয়ে যায়। সাকিব-মুশফিক দু’জনেই অসাধারণ খেলেছে। ক্রিকেটে যে যেদিন ভালো খেলবে, ওইদিন তাকে থামানো কঠিন। তারা প্রশংসার দাবিদার।’

ওয়েলিংটন টেস্টের দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশকে নিয়ে এমন প্রশংসা করেছেন নিউজিল্যান্ড পেসার টিম সাউদি।

বাংলাদেশ অনেক ভালো ক্রিকেট খেলেছে উল্লেখ করে সাউদি বলেন, ‘আমরা সর্বোচ্চ চেষ্টাই করেছি। ওরা অনেক ভালো খেলেছে। আমরাও খারাপ করিনি।তবে তারা যেভাবে সফল আমরা সেভাবে ভালো করতে পারিনি।’

তৃতীয় দিনটা ভালো হবে বললেন সাউদি। ‘তৃতীয় দিনটা আমাদের হবে। ভালো ক্রিকেট খেলতেই কাল আমরা মাঠে নামবো।’

সিরিজের প্রথম টেস্টে দ্বিতীয় দিন শেষে ৭ উইকেটে ৫৪২ রান করেছে বাংলাদেশ। এদিন পেছনের সব রেকর্ড ভেঙে ৩৫৯ রানের নজরকাড়া জুটি গড়েন সাকিব-মুশফিক।

প্রথমবারের মতো সাকিবের দ্বিশতক আর টেস্টে বাংলাদেশের মধ্যে ব্যক্তিগত সর্বোচ্চ ২১৭ রান। ৩১ চারের সাহায্যে সাকিব তাঁর ইনিংসটি সাজান। সঙ্গে মুশফিকের ১৫৯ রানের ইনিংস। ২৩ চার ১ ছয়ে ১৫৯ রান করেন মুশফিক।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল



@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন