মিরাজের বিরল রেকর্ড!

  14-01-2017 05:20PM

পিএনএস ডেস্ক:ওয়েলিংটন টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের ব্যাটসম্যানরা বেশ দাপট দেখালেও বোলাররা তেমন কিছু করতে পারেননি। তবে এর মধ্যেও বাংলাদেশের স্পিনার মেহেদি হাসান মিরাজ বিরল একটা রেকর্ড করলেন।

শনিবার বাংলাদেশের স্পিনার মেহেদি হাসান মিরাজ দলের পক্ষে বোলিং শুরু করেন। বেসিন রিজার্ভে এই প্রথম কোনো স্পিনার বোলিং ওপেন করল। ৮৭ বছরের ক্রিকেট ইতিহাসে এর আগে এই মাঠে কোনো স্পিনারই বোলিং শুরু করেননি। যার ফলে রেকর্ডের খাতায় নিজের নাম লেখালেন মিরাজ।

তবে বল হাতে কোনো সাফল্য পাননি মিরাজ। ম্যাচের তৃতীয় দিনে দ্বিতীয় ইনিংসে ২৬ ওভার বল করে ৮২ রান দিয়েও উইকেট শুন্য ছিলেন তিনি।

উল্লেখ্য এর আগে অভিষেকে দুই টেস্টে ১৯ উইকেট নিয়ে ১২৯ বছরের রেকর্ড ভেঙেছেন তিনি।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন