তিতের অধীনে দুর্দান্ত হয়ে উঠছে ব্রাজিল: কাফু

  20-01-2017 10:24AM


পিএনএস ডেস্ক: ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার কাফু বলেছেন, কোচ তিতের অধীনে আবারও শক্তিশালী হয়ে উঠেছে ব্রাজিল। তারুণ্যনির্ভর এই দলটি এখন বিশ্বের যে কোনো দলকে হারিয়ে দেওয়ার ক্ষমতা রাখে বলে মন্তব্য করেছেন এই সাবেক তারকা।

কোচ কার্লোস দুঙ্গার অধীনে খুব কঠিন সময় পার করছিল ব্রাজিল। ২০১৫ সালে কোপা আমেরিকার কোয়ার্টার-ফাইনাল থেকে বাদ পড়ে ব্রাজিল। আর গত বছর যুক্তরাষ্ট্রে প্রতিযোগিতাটির শতবর্ষী আসরের গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

কাফু বলেন, "তিতের মাধ্যমে আমরা সাফল্য পাওয়ার সঙ্গে সঙ্গে সত্যিকারের ফুটবলটা ফিরিয়ে আনতে পেরেছি। "

তিতে দায়িত্ব নিতেই যেন বদলে যায় দলের রুপ। আসতে থাকে একের পর এক সাফল্য। রাশিয়া বিশ্বকাপে বাছাইপর্বে তো সেই আগ্রাসী রুপে দেখা দিয়েছে ব্রাজিল। ১২ ম্যাচে ৮ জয় নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে নেইমাররা। হারিয়ে দিয়েছে শীর্ষদল আর্জেন্টিনাকেও।

কাফুর ভাষায়, "এখন যে কোনো জাতীয় দলের সঙ্গে লড়াই করতে পুরোপুরি সক্ষম ব্রাজিল। "

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন