টানা ২৬ ঘণ্টা ব্যাট করে বিশ্বরেকর্ড!

  19-02-2017 02:17PM

পিএনএস ডেস্ক: কত রান করেছেন তিনি। সেঞ্চুরি, ডাবল সেঞ্চুরি, ট্রিপল সেঞ্চুরি নাকি তারও বেশি! প্রশ্নটা আসলে রানের নয়, ব্যাটিংয়ের। যেখানে কিনা দু’এক ঘণ্টা নয়, টানা ২৬ ঘণ্টা বিরতিহীন ভাবে ব্যাটিং করেছেন এক নারী ক্রিকেটার।

রুয়ান্ডার ওই নারী ক্রিকেটারের নাম ক্যাথিয়া উওয়ামাহোরো। ক্রিকেটের ইতিহাসে এই প্রথম কোনো নারী ক্রিকেটার টানা ২৬ ঘণ্টা নেটে ব্যাটিং করেছেন। আর তারই ফল স্বরুপ তিনি পেলেন গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি।

গত বৃহস্পতিবার সকাল ৮টায় নেটে ব্যাটিং শুরু করেন ক্যাথিয়া। শুক্রবার সকাল ১০টা পর্যন্ত চালিয়ে যান। তাতে নেটে ২৬ ঘণ্টা কোনো নারীর টানা ব্যাটিং করার রেকর্ড হয়।

এমন দারুণ অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে আবেগাপ্লুত ক্যাথিয়া বলেন, ‘প্রথমদিকে বেশ শক্তি ও স্বাচ্ছন্দ্য নিয়ে ব্যাট করছিলাম। কিন্তু শেষ দিকে দুর্বল লাগছিল। তবে সমর্থকরা আমাকে দারুণভাবে সাহস ও উৎসাহ জুগিয়েছে। আর সেজন্য আমি এত লম্বা সময় ব্যাট করতে পেরেছি।’

কৃতজ্ঞতাটা ভক্তদের ভাগে গেলেও বিশ্ব রেকর্ডের খাতায় ইতোমধ্যেই কিন্তু ঝলমল করতে শুরু করেছে ক্যাথিয়া উওয়ামাহোরোর নামটি।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন