আস্ট্রেলিয়ার ২৯৮ রানে লিড

  24-02-2017 09:30PM

পিএনএস ডেস্ক : ভারতের মাটিতে অস্ট্রেলিয়া সর্বশেষ টেস্টটি জিতেছিল ২০০৪ সালে। এরপর টানা ১১টি ম্যাচের একটিতেও জয়ের স্বাদ পায়নি অজিরা। হেরেছে সর্বশেষ সাতটি ম্যাচে। তবে এবার ভারতের মাটিতে ভারতবধের বিরল কীর্তিটি করে দেখানোর ভালো সুযোগ এসেছে স্টিভেন স্মিথ-ডেভিড ওয়ার্নারদের সামনে। চার ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে দাপুটে নৈপুণ্য দেখাচ্ছেন সফরকারী অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। প্রথম ইনিংসে ভারতকে মাত্র ১০৫ রানে অলআউট করে দিয়ে অজিরা পেয়েছে ২৯৮ রানের লিড।

শুক্রবার দিনের প্রথম ওভারেই অস্ট্রেলিয়ার শেষ উইকেটটি তুলে নিয়ে ব্যাটিংয়ে নেমেছিল ভারত। মিচেল স্টার্কের ৬৩ বলে ৬১ রানের ঝড়ো ইনিংসটির সুবাদে অস্ট্রেলিয়ার স্কোরবোর্ডে জমা হয়েছিল ২৬০ রান। জবাবে ব্যাট করতে নেমে ভারত পড়ে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ের মুখে।

৯৪ রানে তিন উইকেট থেকে ভারতের ইনিংস গুটিয়ে যায় মাত্র ১০৫ রানে। ১১ রান সংগ্রহ করতেই ভারত হারিয়েছে সর্বশেষ সাতটি উইকেট। এটাই ভারতের ব্যাটিং বিপর্যয়ের নতুন রেকর্ড। এর আগে ১৯৮৯-৯০ মৌসুমে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৮ রানে সাতটি উইকেট হারিয়ে অলআউট হয়েছিল ভারত।

পুনের স্পিন সহায়ক উইকেটে ভারতকে সবচেয়ে বেশি ভুগিয়েছেন স্টিভ ও’কাফি। মাত্র ৩৫ রানের বিনিময়ে ছয়টি উইকেট নিয়েছেন এই বাঁহাতি স্পিনার। ভারতের ১০৫ রানের অর্ধেকেরও বেশি এসেছে ওপেনার লোকেশ রাহুলের ব্যাট থেকে, ৬৪। ১৩ ও ১০ রান করেছেন অজিঙ্কা রাহানে ও মুরালি বিজয়। আর কেউই পেরোতে পারেননি দুই অঙ্কের কোটা। দারুণ ফর্মে থাকা ভারতীয় ওপেনার বিরাট কোহলি আউট হয়েছেন শূন্য রানে।

প্রথম ইনিংসে ১৫৫ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়াও হারিয়েছে চারটি উইকেট। দিনশেষে তাদের স্কোরবোর্ডে জমা হয়েছে ১৪৩ রান। ৫৯ রান করে অপরাজিত আছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ। মিচেল মার্শ দিন শেষ করেছেন ২১ রান নিয়ে।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন