আজ ফিরছেন মোস্তাফিজ

  25-04-2017 08:15AM


পিএনএস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-আইপিএলে নিজের অভিষেক আসরটা ছিল স্মরণীয়। উদীয়মান ক্রিকেটারের পুরস্কার পেয়েছিলেন। দলের শিরোপা জয়ে রেখেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা। তিনি টাইগার পেসার মোস্তাফিজুর রহমান।

নিজের প্রথম আসরের সাফল্য ছাড়িয়ে যাওয়ার ঘোষণা দিয়ে এবারের আসর খেলতে দেশ ছেড়েছিলেন এই 'কাটার মাস্টার'।

তবে প্রথম ম্যাচ খেলেই বাদ পড়েন এ বামহাতি পেসার। প্রথম ম্যাচে নিজেকে মেলে ধরতে পারেননি। ২.৪ ওভারে ৩৪ রান দিয়েছিলেন ফিজ। উইকেটশূন্য ছিলেন তিনি। পরে আর এক ম্যাচও তাকে খেলানো হয়নি।

বাংলাদেশ ক্রিকেট দল আগামী মাসে আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলবে। তাছাড়া ইংল্যান্ডে সাসেক্সের বিপক্ষে প্রস্তুতি ম্যাচও খেলবে। জুনে রয়েছে আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফি।

তাই দলের সঙ্গে যোগ দিতে মঙ্গলবারই দেশে ফেরার কথা রয়েছে টাইগার পেসার মোস্তাফিজুর রহমানের। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

এদিকে আগামী মাসের শুরুর দিকে দেশে ফিরবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ৪ মে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেয়ার কথা রয়েছে তার।

প্রসঙ্গত, ১১ বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে বাংলাদেশ। তাই এবারের টুর্নামেন্ট বাংলাদেশের জন্য বিশেষ কিছু। এবারের আসরে 'এ' গ্রুপে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন