কেন শাস্ত্রীকে কোচ নিয়োগে আপত্তি সৌরভের?

  12-07-2017 02:57PM

পিএনএস ডেস্ক : ভারতীয় ক্রিকেট দলের কোচ নিয়োগ নিয়ে কম নাটক হয়নি। যদিও দিনভর গুঞ্জনের পর রবি শাস্ত্রীকেই কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়। কিন্তু সেই নিয়োগে ঘোর আপত্তি ছিল ক্রিকেট উপদেষ্টা কমিটির তিন সদস্যের একজন ও ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলির।

এর আগেও কোচ পদের জন্য আবেদন করেছিলেন ভারতের সাবেক টিম ডিরেক্টর রবি শাস্ত্রী।

তবে তাকে টপকে সেবার অনিল কুম্বলকে কোচ হিসেবে বেছে নেন সৌরভ, শচীন ও লহ্মণকে নিয়ে গড়া উপদেষ্টা কমিটি। এরপর প্রকাশ্যে সৌরভের সমালোচনা করে শাস্ত্রী। এনিয়ে দু'জনের মধ্যে সম্পর্ক তিক্ততার পর্যায়ে পৌঁছয়।

ভারতীয় গণমাধ্যমের খবর, এবারও কোচ নিয়োগে সৌরভের পছন্দে ছিলেন না রবি শাস্ত্রী। তবে এ নিয়ে তাকে রাজি করান কমিটির অন্য দুই সদস্য শচীন ও লহ্মণ। তারা সৌরভে বোঝানোর চেষ্টা করেন, শাস্ত্রী কোচ হলে দলের জন্য ভালো হবে। সূত্র জানায়, কোচ হিসেবে শাস্ত্রীকেই পছন্দ ছিল বিরাট কোহলির।

এক্ষেত্রে সৌরভ একটা শর্তও জুড়ে দেন। বোলিং কোচ হিসেবে জহির খান ও ব্যাটিং পরামর্শক হিসেবে রাহুল দ্রাবিড়কে অন্তর্ভুক্ত করতে হবে। শচীন ও লহ্মণ তার এই শর্তে রাজি হওয়ার পরই শাস্ত্রীর বিষয়ে একমত হন সৌরভ।

পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন