তামিমের ফেরা নিয়ে বিশ্ব মিডিয়ায় তোলপাড়

  14-07-2017 10:05AM

পিএনএস ডেস্ক:এক বুক আশা নিয়ে গেল শনিবার ইংল্যান্ডে কাউন্টি খেলতে যান তামিম। এসেক্সের হয়ে মাঠেও নেমেছিলেন এক ম্যাচে। কিন্তু হঠাৎ করেই দেশে ফিরলেন তিনি। টি-টোয়েন্টি ব্লাস্টে বাংলাদেশি ওপেনারের দল এসেক্স অবশ্য এক বিবৃতিতে জানিয়েছিল ‘ব্যক্তিগত’ কারণে দেশে ফিরে যাচ্ছেন তিনি। তামিম নিজেও জানিয়েছেন কারণটা ‘ব্যক্তিগত’।

শেষমেশ জানা গেল ভিন্ন কথা। ‘ব্যক্তিগত কারণ’ নয় ‘হেইট ক্রাইম’ এর শিকার তামিম এবং তার পরিবার। হেইট ক্রাইম। মুসলিমদের উপর সন্ত্রাসী হামলার অপর নাম। ইংল্যান্ডসহ বেশ কয়েকটি দেশে প্রায়শই খবরের শিরোনামে পরিচিত একটি টার্ম। যার ভুক্তভোগী মূলত মুসলিমরা। সেই আতঙ্কের বাক্যের সঙ্গে যুক্ত হলো তামিম ইকবালের নাম।

আসল ঘটনা, মাথায় হিজাব থাকায় ইস্ট লন্ডনের স্ট্রাটফোর্ডে কিছু শ্বেতাঙ্গ তরুণের বর্ণবাদী আচরণের শিকার হন তামিমের স্ত্রী আয়েশা সিদ্দিকা। ব্যাপারটি এসেক্সকে জানিয়ে পরদিনই সপরিবারে দেশের উদ্দেশ্যে লন্ডন ছাড়েন তামিম। দেশিয় বিভিন্ন গণমাধ্যমে এ খবর তখন ভাইরাল হয়ে পড়ে।

তামিমকে প্রশ্ন করা হয়, আসলে কি এমনটি হয়েছে? হামলার খবর উড়িয়ে দেন তামিম। ‘আমি আমার সব ভক্ত ও শুভাকাঙ্ক্ষীকে জানাতে চাই যে, এসেক্সে আমার মৌসুম আগেই শেষ করে দেশে ফিরছি ব্যক্তিগত কারণে। কিছু সংবাদমাধ্যম রিপোর্ট করেছে যে আমরা হেইট ক্রাইমের শিকার হয়েছি। এটি আসলে সত্যি নয়।’

এখানেই শেষ নয়, ভবিষ্যতে আবারও ইংল্যান্ডে খেলতে চান জানান তামিম। ‘ক্রিকেট খেলার জন্য আমার প্রিয় জায়গাগুলোর একটি ইংল্যান্ড। আগে চলে আসলেও এসেক্স আমার প্রতি ছিল দারুণ সৌজন্যময়। সব ভক্ত ও শুভাকাঙ্ক্ষীকে আমি ধন্যবাদ জানাচ্ছি তাদের ভাবনা ও নানা বার্তার জন্য। ভবিষ্যতেও ইংল্যান্ডে খেলার অপেক্ষায় থাকবো।’

যেখানে খেলতে গিয়েছিলেন তামিম, সেই ইংল্যান্ডের মিডিয়াতেও গুরুত্ব দিয়ে ছাপা হচ্ছে তামিমের ফিরে আসার খবর। ব্রিটিশ দৈনিক ‘ইন্ডিপেন্ডেন্ট’ ছেপেছে, ‘স্ত্রী ও সন্তান হেইট ক্রাইমের শিকার হওয়ায় এসেক্স ছেড়েছেন তামিম, এমন গুঞ্জন উড়িয়ে দিয়েছেন বাংলাদেশি ওপেনার। রাতের খাবার খেতে লন্ডনের এক রেস্টুরেস্টে গিয়ে কোনো ধরণের আক্রমণের শিকার হননি বলে জানিয়েছেন তামিম।’

‘দ্য টেলিগ্রাফ’-এর খবরও প্রায় একই। তাদের প্রতিবেদনে আবার ‘তামিমের পরিবারের বর্ণবাদের শিকার হওয়ার’ কথা উল্লেথ করেছে। ‘দ্য টেলিগ্রাফ’-এর খবর, ‘স্ত্রী ও সন্তান বর্ণবাদের শিকার হওয়ায় মাত্র এক ম্যাচ খেলেই দেশে ফিরে গেছেন তামিম ইকবাল।’

‘বিবিসি’ও গুরুত্ব দিয়ে ছেপেছে তামিমের ফিরে আসার খবর। তবে শুধুমাত্র ফেসবুকে তামিমের দেওয়া পোস্ট নিয়ে ছিল তাদের প্রতিবেদন। ‘হেইট ক্রাইমের বিষয়টি অস্বীকার করেছেন তামিম’- এই শিরোনামে প্রতিবেদন ছেপেছে ব্রিটিশ সংবাদমাধ্যমটি। ‘বিবিসি’ও গুরুত্ব দিয়ে ছেপেছে তামিমের ফিরে আসার খবর। তবে শুধুমাত্র ফেসবুকে তামিমের দেওয়া পোস্ট নিয়ে ছিল তাদের প্রতিবেদন। ‘হেইট ক্রাইমের বিষয়টি অস্বীকার করেছেন তামিম’- এই শিরোনামে প্রতিবেদন ছেপেছে ব্রিটিশ সংবাদমাধ্যমটি।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন