মঠবাড়িয়ায় চার দিনব্যাপী গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু

  27-07-2017 12:06PM


পিএনএস, পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়ায় মাধ্যমিক স্তরের স্কুল-মাদরাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে ৪৬তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। উপজেলা ভাইস চেয়ারম্যান ও গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদযাপন কমিটির সভাপতি মো. সিদ্দিকুর রহমান বাদশা আজ বৃহস্পতিবার সকালে মঠবাড়িয়া শহীদ মোস্তফা খেলার মাঠে চার দিনব্যাপী এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো. রুহুল আমীন, মিরুখালী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আলমগীর হোসেন খান, সাপলেজা মডেল স্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুর রাশেদ, উপজেলা আওয়ামী লীগ নেতা মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ, উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাসির উদ্দিন, হাতেম আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুহুল আমীন ও কে এম লতিফ ইনস্টিটিউশনের সহকারী প্রধান শিক্ষক মো. খলিলুর রহমান প্রমুখ।

উল্লেখ্য, ৪৬তম স্কুল-মাদরাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় উপজেলার ১১ ইউনিয়নের ৪৭টি মাধ্যমিক স্কুল ও ৪৮টি মাদরাসাসহ মোট ৯৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিচ্ছে। এতে ফুটবল, কাবাডি ও সাঁতার প্রতিযোগিতাসহ বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আগামী ৩০ জুলাই এ ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হবে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন