বাংলাদেশে খেলতে আসছে আফগানিস্তান

  11-08-2017 01:09PM

পিএনএস ডেস্ক:চলতি বছরের নভেম্বরে ভারতের ব্যাঙ্গালুরুতে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের প্রস্তুতি জোরদারের লক্ষ্যে আফগানিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে অংশ নিবে বাংলাদেশ। সব কিছু ঠিক থাকলে আগামী ১৬ সেপ্টেম্বর ঢাকায় এসে পৌঁছাবে আফগান যুব দলটি। সফরে তারা পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে অংশ নিবে।

বিসিবির একটি সুত্রে জানা যায়, দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আগামী ১৬ সেপ্টেম্বর ঢাকায় আসবে আফগান যুব দলটি। সফরে তারা পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে অংশ নিবে। ইতিমধ্যে দ্বিপাক্ষিক সিরিজের সূচীও চূড়ান্ত হয়েছে। তবে আনুষ্ঠানিকতার কারণে এখনই বলতে নারাজ আয়োজকরা।

আফগানিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজই নয়! যুব এশিয়া কাপকে সামনে রেখে অনেক আগ থেকেই প্রস্তুত হচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হাইপারফরম্যান্স ইউনিট (এইচপি)র সাথে প্রস্তুতি মূলক ম্যাচও খেলে যাচ্ছেন যুবারা।

চলতি মাসের ১৩, ১৬ এবং ১৯ তারিখে এইচপির সাথে তিনটি ম্যাচ রয়েছে যুবাদের। প্রস্তুতির জোরদারের এই ম্যাচগুলো বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) ভেন্যুতে অনুষ্ঠিত হবে।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন