কোহলিকে ছাড়িয়ে গেলেন হাশিম আমলা

  17-10-2017 01:24PM

পিএনএস ডেস্ক: এমনটা প্রথম নয়। এর আগেও হয়েছে। ভারতের অধিনায়ক বিরাট কোহলিকে ছাপিয়ে গেছেন দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা। রোববার বাংলাদেশের বিরুদ্ধে নিজের ২৬তম সেঞ্চুরিটি তো করলেনই সঙ্গে ছাপিয়ে যান বিরাট কোহলির দ্রুততম ২৬ সেঞ্চুরির রেকর্ডকে।

বিরাট কোহলি ২৬টি সেঞ্চুরি করেছিলেন ১৬৬টি ইনিংসে। সেখানে হাশিম আমলা করলেন ১৫৪ ইনিংসে।

রোববার বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ওয়ান ডেতে ১০ উইকেটে জয়ী হয় দক্ষিণ আফ্রিকা। ৪৩ বল বাকি থাকতেই দুই ওপেনার দয় তুলে নেন।

বাংলাদেশ নির্ধারিত ওভারে সাত উইকেট হারিয়ে ২৭৮ রান তুলেছিল। জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার কুইন্টন দে কক ও হাশিম আমলার জোড়া সেঞ্চুরিতে জয়য়ের রান তুলে নেয় তারা। কক ১৬৮ ও আমলা ১১০ রানে অপরাজিত থাকেন। আর এই সেঞ্চুরির সঙ্গেই বিরাট কোহালিকে আরো একবার ছাপিয়ে গেলেন আমলা।

এর আগে ওয়ান ডেতে বিরাট কোহালির দ্রুততম ৭ হাজার রানের রেকর্ডও ভেঙেছেন তিনি। কোহলি এই রান করেছিলে

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন