লিগে শীর্ষস্থান মজবুত করল ম্যানসিটি

  19-11-2017 12:01PM

পিএনএস ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত অপরাজিত থাকার রেকর্ড ধরে রাখলো ম্যানচেস্টার সিটি। গাব্রিয়েল জেসুস ও কেভিন ডি ব্রুইনের গোলে লেস্টার সিটিকে ২-০ গোলে হারিয়েছে গার্দিওলার দল।

লেস্টারের কিং পাওয়ার স্টেডিয়ামে শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেলতে থাকে সিটি। তবে প্রথম গোলের জন্য সিটিজেনদের অপেক্ষা করতে হয় ম্যাচের ৪৫ মিনিটে পর্যন্ত। বিরতির ঠিক আগে দলকে লিড এনে দেন জেসুস। ডেভিড সিলভার বাড়ানো বল অনায়াসে জালে জড়ান ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। লিগে এটা জেসুসের অষ্টম গোল।

বিরতি থেকে ফিরে ব্যবধান দ্বিগুণ করেন কেভিন ডি ব্রুইন। ম্যাচের ৪৯ মিনিটে লেরয় সানের কাটব্যাক পেয়ে ডি-বক্সের বাইরে থেকে বিদ্যুৎ গতির শটে বল জালে জড়ান বেলজিয়ামের এই মিডফিল্ডার। ম্যাচের বাকি সময় আর গোল না হলে জয় নিয়ে মাঠ ছাড়ে সিটি। এ জয়ে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করলো গার্দিওলার দল।

এ দিকে দিনের অন্য ম্যাচে হ্যাজার্ডের জোড়া গোলে ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওনকে তাদেরই মাঠে ৪-০ গোলে হারিয়েছে চেলসি। মোহামেদ সালাহর জোড়া গোলে সাউথ্যাম্পটনের বিপক্ষে ৩-০ গোলের জয় পায় লিভারপুল। আর নিজেদের মাঠে টটেনহ্যাম হটস্পারকে ২-০ গোলে হারিয়েছে আর্সেনাল।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন