ভারত সফরে যাচ্ছে টাইগ্রেসরা

  23-11-2017 02:54PM

পিএনএস ডেস্ক: বিপিএল উন্মাদনার মাঝেই এবার ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ নারী 'এ' দল। আজ বৃহস্পতিবার ২৪ দিনের এই সফরের উদ্দেশ্যে দেশ ছাড়বে টাইগ্রেসরা।

'এ' দলের নামে মূলতঃ জাতীয় দলই যাচ্ছে এই সফরে। পুরো সিরিজে ভারত 'এ দলের বিপক্ষে ৩টি ওয়ানডে এবং ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে তারা। নেতৃত্বে আছেন জাতীয় দলের আধিনায়ক রুমানা আহমেদ।

আজ বৃহস্পতিবার বেঙ্গালুরুর উদ্দেশে ঢাকা ছাড়বে বাংলাদেশের মেয়েরা। মূল সিরিজ শুরুর আগে আগামী রবিবার ও মঙ্গলবার কর্নাটক ক্রিকেট অ্যাসোসিয়েশন দলের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। একদিনের ম্যাচের সিরিজটি হবে কর্নাটকের শহর বেলগাউমে। ২, ৫ ও ৮ ডিসেম্বর হবে ম্যাচ তিনটি। কর্নাটকের আরেক শহর হুবলিতে হবে টি-টোয়েন্টি সিরিজ। ১২, ১৪ ও ১৬ ডিসেম্বর হবে ম্যাচ তিনটি।

১৭ ডিসেম্বর দেশে ফিরবে মেয়েরা।

বাংলাদেশ 'এ' দল: রুমানা আহমেদ (অধিনায়ক), জাহানারা আলম, ফারজানা হক পিংকি, লতা মণ্ডল, সালমা খাতুন (সহ-অধিনায়ক), খাদিজা-তুল-কুবরা, ফাহিমা খাতুন, নিগার সুলতানা, পান্না ঘোষ, শায়লা শারমিন, নাহিদা আকতার, মুর্শিদা খাতুন হ্যাপি, সুরাইয়া আজমিন, শামিমা সুলতানা, লিলি রানি বিশ্বাস, সানজিদা ইসলাম (শুধু টি-টোয়েন্টি)।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন