ভারতীয় বোর্ডের বিরুদ্ধে রাগের বিস্ফোরণ ঘটালেন কোহলি!

  23-11-2017 05:52PM

পিএনএস ডেস্ক: আর কত সহ্য হয়? একের পর এক সিরিজ-সফর চলছেই। কখনও দেশের মাটিতে আবার কখনো বা দেশের বাইরে।

এর ফাঁকে একটু বিশ্রামের সময় কোথায়? শ্রীলঙ্কা সফর শেষ হওয়ার দুদিনের মধ্যেই ভারতকে উড়ে যেতে হবে দক্ষিণ আফ্রিকায়। ক্রিকেটারদের বিশ্রামের কোনো সুযোগই নেই। ঠিক এ কারণেই বোর্ডের বিরুদ্ধে সমস্ত ক্ষোভ উগড়ে দিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।

নাগপুর টেস্টের একদিন আগে আজ বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে কোহলি বললেন, 'এটা দুর্ভাগ্যের যে, শ্রীলঙ্কা সফর শেষ হওয়ার দুদিনের মধ্যে যেতে হবে দক্ষিণ আফ্রিকায়। আমাদের হাতে কোনো বিকল্প নেই। কঠিন সিরিজের আগে একমাস বিশ্রাম পেলে আরও ভালো প্রস্তুতি নেওয়া যেত। '

বিশ্রামটা যে কেবল নিজের শরীরের জন্য তাই নয়; বিশ্রামের প্রয়োজনীয়তা যুক্তি দিয়ে বোঝালেন ভারত অধিনায়ক। তার ভাষায়, 'বিদেশে ভালো পারফরম্যান্স করতে গেলে সঠিক প্রস্তুতি দরকার। শরীর ফিট থাকা দরকার।

তা না হলে সমস্যা হতেই পারে। ফলাফল খারাপ হলে তখন তো সবাই প্রশ্ন তুলতে শুরু করবে। তাই শ্রীলঙ্কার বিপক্ষে বাউন্সি উইকেটে খেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। '

কোহলির বক্তব্যের শেষ লাইনটা বেশ ইন্টারেস্টিং। দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রস্তুতির সময় নেই। যে কারণে ভারতের টিম ম্যানেজমেন্ট ঠিক করেছে, শ্রীলঙ্কার বিপক্ষে বাউন্সি উইকেটে ম্যাচ অনুষ্ঠিত হবে। এতে এক ঢিলে দুই পাখি মারা হবে। হয়ে যাব দক্ষিণ আফ্রিকা সফরের প্রস্তুতি। কিন্তু এই ঠাসা ক্রীড়াসূচি নিয়েই ভারত অধিনায়ক ভীষণ বিরক্তি প্রকাশ করলেন।

শুক্রবার থেকে নাগপুরে শুরু হতে যাচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট। নাগপুরের উইকেটে স্পিনাররা বরাবর সাহায্য পেয়ে এসেছেন। ২০০৮ থেকে যতগুলো টেস্ট হয়েছে এখানে স্পিনাররা শতাধিক উইকেট নিয়েছেন। তবে একাদশ নিয়ে কোহলি বললেন, 'উইকেট দেখার পরই প্রথম একাদশ সাজাব আমরা। অতীত নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিতে হবে। '

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন