১৪ বছর পর জ্যামাইকায় প্রথম টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ

  16-05-2018 01:31PM

পিএনএস ডেস্ক: ১৪ বছর পর জ্যামাইকায় প্রথম টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট সাকিবরা খেলবেন অ্যান্টিগায়। ৪ জুলাই দুই টেস্টের প্রথমটি শুরু হবে অ্যান্টিগায়। জ্যামাইকার স্যাবিনা পার্কে দ্বিতীয় টেস্ট শুরু ১২ জুলাই। টেস্টের আগে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

এ ছাড়া ক্যারিবীয় দ্বীপপুঞ্জে তিনটি করে ওডিআই এবং টি ২০ আন্তর্জাতিক ম্যাচও খেলবে বাংলাদেশ। গায়ানায় প্রথম ওয়ানডে হবে ২২ জুলাই। একই মাঠে দ্বিতীয় ওয়ানডে ২৫ জুলাই। আর ২৮ জুলাই শেষ ওয়ানডে হবে সেন্ট কিটসে।

প্রথম টি-টোয়েন্টিও হবে সেন্ট কিটসে, ৩১ জুলাই। ৪ ও ৫ আগস্ট শেষ দুটি টি-টোয়েন্টি হবে ফ্লোরিডায়। প্রথম দুটি ওডিআই গায়ানায়। সেখানে শেষবার বাংলাদেশ খেলেছিল ২০০৭ বিশ্বকাপে।

শেষ দুটি টি ২০ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। বাংলাদেশের এটি চতুর্থ সফর ওয়েস্ট ইন্ডিজে।

ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশ

৪-৮ জুলাই : প্রথম টেস্ট (অ্যান্টিগা)

১২-১৬ জুলাই : দ্বিতীয় টেস্ট (জ্যামাইকা)

২২ জুলাই : প্রথম ওডিআই (গায়ানা)

২৫ জুলাই : দ্বিতীয় ওডিআই (গায়ানা)

২৮ জুলাই : তৃতীয় ওডিআই (সেন্ট কিটস)

৩১ জুলাই : প্রথম টি ২০ (সেন্ট কিটস)

৪ আগস্ট : দ্বিতীয় টি ২০ (ফ্লোরিডা)

৫ আগস্ট : তৃতীয় টি ২০ (ফ্লোরিডা)

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন