ধোনি-কোহলিরা ইমরানের জন্য কি উপহার পাঠালেন

  12-08-2018 10:01AM


পিএনএস ডেস্ক: কপিল দেব সরকারীভাবে ঘোষণা করেছেন, পুরনো বন্ধুর শপথ গ্রহণের দিন তিনি পাকিস্তানে উপস্থিত থাকবেন।

আর তিনি এটাও বলেছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলানোর জন্য ইমরান খানের শপথ গ্রহণের মুহূর্তটা দেখার জন্য তিনি কৌতুহলী হয়ে রয়েছেন।

কপিল দেবের মতো অনেকে আবার এটাও মনে করছেন, ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী হলে দু'দেশের পারস্পরিক সম্পর্কের উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

সেই সঙ্গে আলোর দিশা দেখতে পারে দুদেশের ক্রিকেটও। আর সেই জন্য এদেশের ক্রিকেট সার্কিটের পূর্ণ সমর্থন পাচ্ছেন পড়শি দেশের হবু প্রধানমন্ত্রী।

শপথ গ্রহণের আর বাকি মাত্র কয়েকদিন। তার আগে ইমরান খানকে উপহার পাঠালেন বিরাট কোহলিরা। সেই উপহার ইমরানের কাছে পৌঁছে দিলেন পাকিস্তানে ভারতের রাষ্ট্রদূত আজয় বিসারিয়া।

পাকিস্তানের তহরিক-ই-ইনসাফ পার্টির প্রধান ইমরানের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ভারতীয় হাই কমিশনার। ছিলেন অন্য আধিকারিকরাও।

দুদেশের সম্পর্ক ও রাজনৈতিক অবস্থা নিয়ে ইমরানের সঙ্গে কথা হয় ভারতীয় রাষ্ট্রদূতের। সেইসঙ্গে ইমরানকে একটি ব্যাট উপহার দেন তিনি।

সেই ব্যাটে ভারতীয় দলের ক্রিকেটারদের সই রয়েছে। প্রসঙ্গত, ১৮ আগস্ট শপথ গ্রহণ করবেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন