আজ কয়জন পেসার নিয়ে খেলবে বাংলাদেশ?

  26-09-2018 04:27PM

পিএনএস ডেস্ক : এশিয়া কাপে সুপার ফোরের শেষ ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান। দুই দলই এক ম্যাচের জয়লাভ করায় আজকের ম্যাচটি পরিনত হয়েছে অলিখিত সেমিফাইনালে। আজ যেই জিতবে সেই চলে যাবে ফাইনালে, ২৮ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে লড়বে শিরোপার জন্য।

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ বোলিং সাইডটা কীভাবে শক্তিশালী করবে সেটাই দেখার বিষয়। পাকিস্তান দল পেস বোলিং মোকাবেলায় বেশ পারদর্শী। অন্যদিকে স্পিনেও ভালো দল। তাই বাংলাদেশকে বেশ সতর্কতার সঙ্গে দল গঠন করতে হবে।

গত ম্যাচে বাংলাদেশ দুই পেসার ও চার স্পিনার দিয়ে খেলেছিল। আফগানিস্তানের সঙ্গে পরিকল্পনা কাজে লেগে গেলেও পাকিস্তানের সঙ্গে একই পরিকল্পনা যে থাকবে না সেটাই স্বাভাবিক। গত ম্যাচে এক পেসার কম খেলিয়ে দলে অভিষেক হয়েছিল নাজমুল ইসলাম অপুর। পরিবর্তনটা এখানেই আসার সম্ভাবনাটা বেশি। অপুর জায়গায় দলে সুযোগ পেতে পারেন রুবেল হোসেন। অপু খেললে অবশ্য রুবেল থাকবেন না সেটা নিশ্চিত।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন