ইমরুলকে যে কারণে ‘পটু’ নামে ডাকা হয়!

  22-10-2018 12:59PM

পিএনএস ডেস্ক :দীর্ঘদিন পর নিজকে প্রমাণ করার সুযোগ পেয়েছিলেন এক সময়ের দুর্দান্ত ওপেনার ইমরুল কায়েস। জিম্বাবুয়ের বিপক্ষে লিটন দাসের সাথে তাকে ওপেনিংয়ের সুযোগ দেন টাইগার অধিনায়ক। আর সুযোগটা খুব ভালোভাবে কাজে লাগিয়েছেন এই ওপেনার। সতীর্থদের কাছে এই ইমরুলই ‘পটু’ নামে পরিচিত। সবাই তাকে পটু ভাই বলেই ডাকে। ক্যারিয়ারের উঠা-নামার ভাগ্য পরীক্ষায় সবচেয়ে ধৈর্য্যের পরিচয় দিয়েছেন এই বাঁহাতি ওপেনার। কিন্তু ইমরুলের এই নামের রহস্য কি?তা সে নিজেই প্রকাশ করল।

খেলোয়াড়দের অনেক মজার মজার নাম আছে। বাংলাদেশ দলেও এরকম নাম অনেকের আছে। ইমরুল কায়েস যেমন ক্রিকেটাঙ্গনে ‘পটু’ বা পটু ভাই নামে পরিচিত। জাতীয় দলে দীর্ঘ ১০ বছর ধরে আসা-যাওয়ার মধ্যে রয়েছেন। এখনও জায়গাটা পাকা করতে পারেননি। বাদ পড়ার বারবার ঘুরে দাঁড়িয়েছেন। ঘুরে দাঁড়ানোর কারণেই কি ইমরুলের নাম পটু।

সংবাদ সম্মেলনে তাঁকে এ প্রশ্ন করতেই হাসির রোল পড়ে যায় সবার মাঝে। রোববার জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের নায়ক ইমরুলকে এই নামের রহস্য নিয়ে প্রশ্ন করলে অনেকটা উচ্চস্বরেই হেসে উঠেন তিনি। জাতীয় দলে সুযোগ পাওয়ার আগে ইমরুল খেলতেন ভিক্টোরিয়া ক্লাবে। ক্লাব কর্মকর্তার নাম নিয়ে ইমরুল মজা করতেন সতীর্থ লেগ স্পিনার হুমায়ুন কবীরের সঙ্গে।হাসতে হাসতেই উত্তর দিলেন,‘পটু নামটা আসলে, ভিক্টোরিয়া ক্লাবের একজন অফিসিয়ালের। আমাদের এক ক্রিকেটারকে আমি ডাকতাম এই নামটা বলে। ওই নামটা আমার দিকে কখন যে কনভার্ট হয়ে গেছে। আমি জানি না কিভাবে এই নামটা পরে আমার কাছে আসলো।’

তবে ইমরুল জানেন পরিশ্রম করলে সেটি বৃথা যায় না। এখানে তাঁর আদর্শ মুশফিকুর রহিম। ইমরুল বলেছেন, ‘কেউ যদি পরিশ্রম করে আমি বিশ্বাস করি সাফল্য অবশ্যই আসবে। মুশফিককে দেখে অনেক কিছু শিখি। সে কষ্ট করে বলেই আজকের মুশফিকুর রহিম হয়েছে। আমি এটা বিশ্বাস করি পরিশ্রম করলে সেটার ফল পাওয়া যায়।’

বারবার বাদ পড়ে ফিরে আসাটা কঠিন। অনেকেই নিজেকে হারিয়ে ফেলেন। ইমরুল কিভাবে নিজেকে উদ্বুদ্ধ করেন এমন প্রশ্ন করা হলে তিনি জানালেন,‘ আমার সঙ্গে অনেক খেলোয়াড়ের অভিষেক হয়েছে, যারা এখন দৃশ্যে নেই। লক্ষ্য ঠিক রাখাটা অনেক গুরুত্বপূর্ণ। আমি সব সময়ই বিশ্বাস করি আমার ক্যারিয়ার এত দ্রুত শেষ হতে পারে না। নিজেকে সে কারণে সব সময় তৈরি রাখি। যেদিন আর জাতীয় দলে খেলার সুযোগ থাকবে না, নিজেই বলব, ধন্যবাদ।’

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন