তামিম নেই, অপেক্ষা সাকিবের

  16-11-2018 08:39PM

পিএনএস ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুর টেস্টের চতুর্থ দিন থেকেই শোনা যাচ্ছে যেকোনো সময় দেওয়া হতে পারে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের দল। গত কয়েকটা দিন খেলা শেষে দেখা গেছে, দুই নির্বাচক মিনহাজুল আবেদীন ও হাবিবুল বাশার লম্বা বৈঠক করেছেন বাংলাদেশ দলের কোচ স্টিভ রোডসের সঙ্গে।

মিটিংটা যে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের স্কোয়াড নিয়ে, না বললেও চলছে। তা দলটা দিচ্ছেন কখন, মিনহাজুলকে জিজ্ঞেস করলেই বলেছেন, ‘এই তো দিয়ে দেব’। ‘আজ দিচ্ছি’, ‘কাল দিচ্ছি’ বলে আজও নির্বাচকেরা ঘোষণা করেননি বাংলাদেশ দল।

দল অনেকটাই তৈরি। তবুও কেন টেস্ট স্কোয়াড ঘোষণা করতে দেরি হচ্ছে নির্বাচকদের। জানা গেল, নির্বাচকদের অপেক্ষাটা আসলে সাকিব আল হাসান ও তামিম ইকবালের জন্য। এশিয়া কাপে হাতে চোট পাওয়া তামিম অনেকটাই সেরে উঠেছিলেন।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট দিয়ে ফেরার আশাও করেছিলেন। কিন্তু সিরিজের আগ মুহূর্তে পেলেন পাঁজরে ব্যথা। ২২ নভেম্বর ক্যারিবীয়দের বিপক্ষে শুরু চট্টগ্রাম টেস্টে যে তামিমকে পাওয়া যাচ্ছে না, অনেকটাই নিশ্চিত হওয়া গেছে। আগামী ১০-১২ দিনে বাঁহাতি ওপেনার সেরে উঠলে হয়তো ৩০ নভেম্বর শুরু ঢাকা টেস্ট দিয়ে ফিরবেন আন্তর্জাতিক ক্রিকেটে।

তামিমের ব্যাপারে সিদ্ধান্ত হয়ে গেলেও নির্বাচকেরা অপেক্ষা করছেন সাকিবের জন্য। চোট থেকে ফিরে গত বুধবার থেকে ব্যাটিং অনুশীলন শুরু করেছেন বাঁহাতি অলরাউন্ডার।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট খেলার মতো ফিট কি না, কালও নিশ্চিত করতে পারেননি সাকিব। কেমন অনুভব করছেন, ফিজিওর রিপোর্ট কী বলে, এসবের ওপর নির্ভর করছে তাঁর ফেরা। টেস্ট দল নিয়ে প্রধান নির্বাচক মিনহাজুল প্রথম আলোকে বললেন, ‘আমাদের কোনো তাড়াহুড়ো নেই। মাত্রই একটা সিরিজ শেষ হলো। আশা করি কাল টেস্ট দল ঘোষণা করতে পারব। তামিমের খেলা অনেকটাই অনিশ্চিত। সাকিবেরটা এখনো বলা যাচ্ছে না। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমাদের টেস্ট দল হয়তো কালই জানতে পারবেন।’

রুবেল হোসেনের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলতে কাল সকালে চট্টগ্রামে যাচ্ছে বিসিবি একাদশ। উইন্ডিজ অবশ্য এরই মধ্যে জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে শুরু করে দিয়েছে অনুশীলন।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন