সিলেটকে ১৭৪ রানের টার্গেট দিল ঢাকা

  12-01-2019 08:35PM

পিএনএস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরের শনিবারের দ্বিতীয় ম্যাচে মাঠে মুখোমুখি সিলেট সুপারস্টারস ও ঢাকা ডায়নামাইটস। ম্যাচে সিলেটকে ১৭৪ রানের টার্গেট দিয়েছে ঢাকা। টসে জিতে আগে ব্যাট করতে নেমে ঢাকার সংগ্রহ নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৩ রান।

শের-ই-বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শুরু হয় ম্যাচটি। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ঢাকা ডায়নামাইটস অধিনায়ক সাকিব আল হাসান। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন রনি তালুকদার। তিনি ৩৪ বলে ৫৮ রান করেন। সুনিল নারিন করেন ২১ বলে ২৫ রান। অধিনায়ক সাকিব আল হাসান করেন ১৭ বলে ২৩ রান। এরপর পোলার্ড, আন্দ্রে রাসেল ও শুভাগত হোমকে দ্রুত হারিয়ে চাপে পড়ে যায় ঢাকা। এরপর নুরুল হাসান (১৮ রান) ও নাঈম শেখ (২৫ রান) করলে ঢাকার সংগ্রহ হয় ২০ ওভারে ১৭৩ রান।

সিলেটের পক্ষে তাসকিন আহমেদ নেন ৩ উইকেট। এছাড়া তানভির সোহেল, আফিফ হোসাইন, আল-আমিন হোসেন ও অলক কাপালি প্রত্যেকে ১টি করে উইকেট দখল করেন।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন