৩.২ ওভারে ওয়ানডে ম্যাচে জয়!

  19-02-2019 05:25PM

পিএনএস ডেস্ক : স্কটল্যান্ডের বিপক্ষে লিস্ট-এ’র ম্যাচে মাত্র ২৪ রানে গুটিয়ে যাওয়ার লজ্জা পেয়েছে ওমান। মঙ্গলবার আল-আমিরাত ক্রিকেট স্টেডিয়ামে লিস্ট-এ ক্রিকেটে চতুর্থ সর্বনিম্ন রানের রেকর্ডটি গড়ে তারা। দলের পক্ষে সর্বোচ্চ ১৫ রান করেন খাওয়ার আলী। বাকি কেউ ডাবল ফিগার ছুঁতে পারেননি। শূন্য রানে আউট হয়েছেন পাঁচজন। ছোট লক্ষ্যকে সামনে রেখে ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়ে ৩.২ ওভারেই জয় তুলে নেয় স্কাটিশরা।

টসে জিতে স্বাগতিক ওমানকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় স্কটল্যান্ড। ব্যাটিং নেমে রীতিমত ধ্বংসস্তুপে রূপ নেয় ওমানে ব্যাটিং লাইনআপ। পাঁচজন ব্যাটম্যান ফিরে যান শূন্য রানে।

একমাত্র কাউসার আলী ছাড়া কেউই দুই রানের উপর যেতে পারেননি। কাউসারের ব্যাট থেকে আসে সর্বচ্চ ১৫ রান। এটি প্রথম শ্রেনির ক্রিকেটে চতুর্থ সর্বনিম্ন স্কোর। ওমানের আগে আছে কাউন্টি ক্লাব মিডলসেক্স। তাদের সর্বনিম্ন সংগ্রহ ২৩ রান। শ্রীলঙ্কান ক্লাব সারাসেন্সের সংগ্রহ ছিল ১৯ রান। সর্বনিম্ন রানের তালিকায় সবার উপরে আছে ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দল। তাদের স্কোরটি ছিল মাত্র ১৮ রান।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন