পাকিস্তান আনপ্রেডিক্টেবল, সতর্ক থাকাই ভালো : সাঙ্গাকারা

  24-05-2019 03:35PM


পিএনএস ডেস্ক: ওয়ানডে ক্রিকেটে সময়টা মোটেও ভালো যাচ্ছে না ১৯৯২ বিশ্বকাপের চ্যম্পিয়ন পাকিস্তানের। সর্বশেষ ১০ ওয়ানডে দলটির নেই কোনো জয়। এছাড়া চলতি বছরে খেলা একটি সিরিজও জিততে পারেনি ওয়াসিম আকরাম-ওয়াকারের উত্তরসূরীরা। কিন্তু তারপরও বিশ্বকাপে পাকিস্তানকে নিয়ে আশাবাদী শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার কুমার সাঙ্গাকারা।

সর্বশেষ ১০ ওয়ানডেতে স্কোরবোর্ডে ভালো রান তুলেও হার, চলতি বছর সিরিজ জিততে না পারার বিষয়কে টেনে পাকিস্তানকে মূল্যায়ন করতে নারাজ সাবেক লঙ্কান উইকেটরক্ষক কুমার সাঙ্গাকারা। তার কাছে পাকিস্তান দল 'আনপ্রেডিক্টেবল'। তার বিশ্বাস, পাকিস্তান জ্বলে উঠলে যেকোনো দলকে হারানোর সামর্থ্য রাখে। আসন্ন বিশ্বকাপে তাই পাকিস্তানের সম্ভাবনা নিয়ে সাঙ্গাকারার বিশ্বাস, একবার পাকিস্তান যদি সেমিফাইনাল নিশ্চিত করে ফেলে, তাহলে যেকোনো দলকেই হারানোর সামর্থ্য রাখে সরফরাজরা।

পাক প্যাশনকে দেয়া সাক্ষাৎকারে সাবেক এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান বলেন, পাকিস্তান সবসময় অধারাবাহিক দল। তবে সেমিফাইনালে পৌঁছে গেলে যেকোন দলকেই হারিয়ে দিতে পারে তারা। নকআউট পর্বে ভালো করতে পারে তারা। তাই পাকিস্তানের বিপক্ষে খেলার সময় সতর্ক থাকাই ভালো।

উল্লেখ্য, শুক্রবার আফগানিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে পাকিস্তান। ব্রিস্টলে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর সাড়ে ৩টায়। এরপর ২৬ মে কার্ডিফে বাংলাদেশের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচ খেলে বিশ্বকাপের মূলপর্বে পা রাখবে সরফরাজ আহমেদের দল। ৩১ মে নটিংহ্যামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ আনুষ্ঠানিক মিশন শুরু করবেন তারা।

পিএনএস/মো. শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন