বন্যপ্রাণী রক্ষায় রোহিতের 'অন্যরকম' বার্তা

  06-09-2019 04:29PM


পিএনএস ডেস্ক: ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড (ডব্লিউ ডব্লিউ এফ) ও অ্যানিমেল প্ল্যানেট-এর সঙ্গে যুক্ত হয়েছেন ভারতীয় ক্রিকেট দলের ওপেনার রোহিত শর্মা রোহিত। এখন ভারতে একশৃঙ্গ বিশিষ্ট গন্ডার রক্ষায় সচেতনতা ছড়াবেন তিনি।

রোহিত বললেন, এই বিশ্বে অন্য প্রজাতিকে রক্ষা করার দায় আমাদের। ভবিষ্যত এখন পর্যন্ত আমাদের হাতে রয়েছে। এর পর কী হবে বলা মুশকিল। আমাদের এখনই সচেতন হতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের যা যা করা উচিত সব করতে হবে এখনই। না হলে আমাদের পরের প্রজন্ম হয়তো প্রকৃতির ভারসাম্য বলে কিছুর অস্তিত্ব খুঁজে পাবে না। সেটা আরও ভয়ানক হবে। আমি আশা করছি এই উদ্যোগ ডব্লিউ ডব্লিউ এফ ও অ্যানিমেল প্ল্যানেট-এর সঙ্গে অন্যদের যুক্ত হওয়ার জন্য উদ্বুদ্ধ করবে। আমরা হাতে হাত মিলিয়ে এক শৃঙ্গ গন্ডার রক্ষা করব।

সব মিলিয়ে আর মাত্র ৩৫০০ এক শৃঙ্গ গন্ডার রয়েছে পৃথিবীতে। তার মধ্যে ৮২ শতাংশের দেখা মেলে ভারতে। জানা যায়, চোরাশিকার ও রোগের প্রকোপে দিন দিন এক শৃঙ্গ গন্ডারের সংখ্যা রেকর্ড হারে কমছে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন