কোহলিদের নিরাপত্তা দিতে অস্বীকৃতি জানিয়েছে চন্ডিগড় পুলিশ

  18-09-2019 12:00PM


পিএনএস ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলতি টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে ভারত। ম্যাচটি চন্ডিগড়ের মোহালিতে অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে এই ম্যাচের জন্য ভারতের জাতীয় দলকে নিরাপত্তা দিতে অস্বীকৃতি জানিয়েছে চন্ডিগড় পুলিশ।

এতে রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন চাপের মুখে পড়েছে। মূলত বোর্ড অব ক্রিকেট কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া- বিসিসিআই’র কাছে বকেয়া ৯ কোটি রুপি পরিশোধের দাবিতে এমন সিদ্ধান্ত নিয়েছে চন্ডিগড় পুলিশ।

তবে ভারত ও দক্ষিণ আফ্রিকা দুই দলকেই সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে মোহালি এয়ারপোর্ট থেকে টিম হোটেল পর্যন্ত পৌঁছে দিয়েছে মোহালি পুলিশ। কিন্তু এরপর চন্ডিগড় রাজ্য পুলিশের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী নিরাপত্তা ব্যবস্থা আপাতত স্থগিত রাখা হয়েছে। তবে দুই দলের খেলোয়াড়দের নিরাপদে হোটেলে পৌঁছে দেওয়ার পর তাদের ব্যক্তিগত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলে জানানো হয়েছে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন