ত্রিনবাগোকে হারিয়ে ফাইনালে সাকিবের বার্বাডোজ

  11-10-2019 11:08AM

পিএনএস ডেস্ক:ত্রিনবাগো নাইট রাইডার্সকে ১২ রানের ব্যবধানে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে সিপিএল-১৯ আসরের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করল সাকিব আল হাসানের বার্বাডোজ ট্রাইডেন্টস।

টুর্নামেন্টের প্রথম পর্বে শীর্ষ দুই দলের মধ্যে থাকায় ফাইনালে ওঠার জন্য দুইটি সুযোগ তৈরি হয়েছিল সাকিব আল হাসানের বার্বাডোজের সামনে। প্রথম সুযোগে ব্যর্থ হলেও, দ্বিতীয়বারে ঠিকই বাজিমাত করেছে সাকিবের দল। রোববার (১৩ অক্টোবর) শিরোপা লড়াইয়ে টুর্নামেন্টে এখনও পর্যন্ত অপরাজিত থাকা গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের মুখোমুখি হবেন সাকিবরা।

প্রথমে ব্যাট করে স্কোরবোর্ডে ৬ উইকেটে ১৬০ রান জমা করে বার্বাডোজ। ম্যাচের শেষ ১৪ বলে রেইমন্ড রেইফার ও অ্যাশলে নার্সের ঝড়ো ব্যাটিংয়ে লড়াকু পুঁজি পায় দলটি। সপ্তম উইকেট জুটিতে ১৪ বলে ৪৮ রান করেন তারা।

রান তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ত্রিনবাগো। সেকুগে প্রসন্নের ২৭ বলের ৫১ রানের ঝড়ো ইনিংস ত্রিনবাগোকে স্বপ্ন দেখালেও, তার বিদায়ে ম্যাচ থেকে ছিটকে যায় দলটি। শেষ পর্যন্ত ১৪৮ রানে ত্রিনবাগোর ইনিংস শেষ হলে ১২ রানের জয় পায় বার্বাডোজ।

এ ম্যাচে ব্যাট হাতে ১৮ রান করার পর বল হাতে ২ ওভারে ২৭ রান খরচ করেন সাকিব।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন