শেখ হাসিনা স্টেডিয়ামে ২০২৩ বিশ্বকাপ!

  16-10-2019 02:46AM



পিএনএস ডেস্ক: ভারত ২০২৩ বিশ্বকাপের একক আয়োজক। এখন পর্যন্ত সব ম্যাচ ভারতে হওয়ার কথা শোনা গেলেও আশার খবর, কিছু ম্যাচ বাংলাদেশেও হওয়ার সম্ভাবনা আছে। বিশ্বকাপের কিছু ম্যাচ আয়োজনের আশা করছেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনও।

তবে বিসিবি সভাপতির কথা শুনে মনে হচ্ছে, ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপের কিছু খেলা বাংলাদেশে হওয়া এখনো পুরোপুরি নিশ্চিত কিছু নয়। সেটা একদমই প্রাথমিক পর্যায়ে আছে। পূর্বাচলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে যে স্টেডিয়াম হচ্ছে, তার নির্মাণ কাজ শেষ হলেই ভারতকে কিছু ম্যাচ সেই স্টেডিয়ামে আয়োজনের প্রস্তাব দেবে বিসিবি।

একথা জানিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘আমরা চেষ্টা করছি। যদি আমাদের নতুন স্টেডিয়ামটি করতে পারি, তাহলে ভারতকে বলার জন্য সহজ হবে যে, নতুন স্টেডিয়াম বলে এখানে কিছু খেলা নিয়ে আসবো। সম্ভাবনা আছে, একেবারে যে নেই এমনটা নয়।’

তবে বিসিবি বিগ বসের শেষ কথা, ঐ পূর্বাচলের শেখ হাসিনা স্টেডিয়ামে বিশ্বকাপের ম্যাচ আয়োজনের চিন্তা এখনো চিন্তা আকারেই আছে। বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনের শেষ কথায়ই মিলেছে তার প্রমাণ, ‘এটা নিয়ে ওদের কারো সঙ্গে কথা হয়নি। আমরা চেষ্টা করছি।’

পিএনএস/ হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন