ভারতের ইনিংস ঘোষণা : খেলা আজই শেষ?

  16-11-2019 10:56AM


পিএনএস ডেস্ক: ধারণা করা হয়েছিল, লিডটা চারশ পার করে তাবেই ইনিংস ঘোষণা করবে ভারত। তবে বাংলাদেশের ভগ্ন ব্যাটিং লাইনআপ স্বাগতিকদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। বাংলাদেশের প্রথম ইনিংসের করা ১৫০ রানের জবাবে ৬ উইকেটে ৪৯৩ রানে ইনিংস ঘোষণা করল ভারত। সকালে ব্যাটিংয়ে না নেমেই ইনিংস ঘোষণায় ভারত এগিয়ে ৩৪৩ রানে।

সাধারণত তৃতীয় দিনে টেস্টের গতিপথ পরিস্কার হয়ে যায়। কিন্তু এই টেস্টের ভাগ্য অনেকটা স্পষ্ট হয়ে গেছে প্রথম দুই দিনেই। প্রথম দিন মাত্র দুই সেশন ব্যাট করতে পেরেছে বাংলাদেশ। আজ তৃতীয় দিনে সবচেয়ে বড় প্রশ্ন, ম্যাচ কি চতুর্থ দিনে নিতে পারবে টাইগাররা? এড়াতে পারবে ইনিংস হারের লজ্জা?

পিচ রিপোর্টে সুনীল গাভাস্কার বললেন, 'উইকেটে টুকটাক কিছু ক্ষত সৃষ্টি হয়েছে বটে, তবে তা খুবই হালকা। উইকেট এখনও ব্যাটিং সহায়ক। তবে সবচেয়ে জরুরী, এখানে লড়াই করে টিকে থাকার মানসিক শক্তি বাংলাদেশের ব্যাটসম্যানদের আছে কিনা। যদি সেখানে তারা উন্নতি করতে না পারে, ম্যাচ শেষ হতে পারে আজ বিকেলেই।'

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন