মুজিববর্ষ টি-টোয়েন্টির সূচি প্রকাশ : এশিয়া একাদশ-বিশ্ব একাদশের দুটি ম্যাচই মিরপুরে

  15-02-2020 08:20PM

পিএনএস ডেস্ক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মার্চে ঢাকায় দুটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এশিয়া একাদশ বনাম বিশ্ব একাদশের মধ্যকার ম্যাচ দুটির চূড়ান্ত সূচি প্রকাশিত হয়েছে। ১৮ই মার্চ শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রথম টি-টোয়েন্টি। ২১শে মার্চ একই ভেন্যুতে গড়াবে দ্বিতীয় ম্যাচ।

এশিয়া বনাম বিশ্ব একাদশের মধ্যকার দুটি ম্যাচের একটি খেলার পরিকল্পনা করা হয় ভারতের আহমেদাবাদের নতুন স্টেডিয়ামে। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে স্টেডিয়ামটির নির্মাণ কাজ শেষ হচ্ছে না। ফলে দুটি ম্যাচই শেরেবাংলায় অনুষ্ঠিত হবে।

এ সিরিজে এশিয়া একাদশে থাকবেন পাঁচ ভারতীয় ক্রিকেটার। বাংলাদেশের কতজন খেলবেন, তা এখনো নিশ্চিত হয়নি। তবে সংখ্যাটা ৪-৫ জন হতে পারে।

ইতিমধ্যেই বিসিবি জানিয়েছে, পাকিস্তানি কোনো ক্রিকেটার থাকবেন না এশিয়া একাদশে।

পিএনএস-জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন