দ্রাবিড়কে অকথ্য গালিগালাজ করেছিলেন শ্রীশান্ত!

  18-05-2020 01:41AM

পিএনএস ডেস্ক: ২০১৯ সালে রাজস্থান রয়্যালসের সাবেক কোচ প্যাডি আপটন নিজের বই 'দ্য বেয়ারফুট কোচ' প্রকাশ করেন। সেই বইয়ে তিনি বোমা ফাটানোর মতো একটা ঘটনা প্রকাশা করেন। সেটা হলো ভারতের স্পট ফিক্সিংয়ের কলঙ্কিত নায়ক শান্তাকুমারন শ্রীশান্ত নাকি তাকে এবং রাহুল দ্রাবিড়কে গালিগালাজ করেছিলেন! এতদিন পর পুরনো ঘটনা নতুন করে ভাইরাল হওয়ায় শ্রীশান্ত দাবি করলেন, তিনি দ্রাবিড়ের মতো শ্রদ্ধেয় ব্যক্তিকে মোটেও গালিগালাজ করেননি। তিনি শুধু একাদশ থেকে বাদ পড়ার কারণ জানতে চেয়েছিলেন।

ম্যাচ ফিক্সিংয়ে অভিযুক্ত ক্রিকেটার অজিত চান্ডিলা, অঙ্কিত চৌহান ইবং শ্রীশান্ত এর মধ্যে গোপন বোঝাপড়া ছিল বলে দাবি করেন প্যাডি। বইয়ে তিনি লিখেন, 'একাদশ থেকে বাদ দেওয়ার জন্য আমাকে এবং দ্রাবিড়কে নোংরা গালাগালি করা সহ শ্রীশান্ত এর খারাপ ব্যবহারের কারণ বোঝা যায়। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচ থেকে বাদ পড়ার পরে শ্রীশান্তের খারাপ ব্যবহার একদমই অপ্রত্যাশিত ছিল।' অন্যদিকে শ্রীশান্ত দাবি করেন, তাকে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচ থেকে বাদ দেওয়ায় তিনি রেগে গিয়েছিলেন।

শ্রীশান্ত অবশ্য তার বিরুদ্ধে ওঠা বিস্ফোরক অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছেন, 'আমি চেন্নাই সুপার কিংসের বিপক্ষে খেলে জিততে চেয়েছিলাম। তবে আমাকে বাদ দেওয়ার কারণ এখনো স্পষ্ট নয়। ডারবানে ধোনির বিপক্ষে বল করে ওকে আউটও করেছিলাম। তারপর সিএসকের বিপক্ষে আমাকে আর খেলানো হয়নি। টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে আমাকে কখনই কারণ জানানো হয়নি। এমনটা নয় যে, আমি ধোনি কিংবা চেন্নাই দলকে অপছন্দ করি। তবে ওদের জার্সি আমাকে অস্ট্রেলিয়ার কথা মনে করিয়ে দেয়।'

এরপর প্যাডি আপটনকে একহাত নিয়ে সাবেক এই পেসার বলেছেন, 'দলের অনেকেই প্যাডিকে পছন্দ করত না। সে খেলোয়াড় হিসাবেও আহামরি ছিল না। তবে ওর সঙ্গে আমার সম্পর্ক ভালোই ছিল। আমি শুধু শুধু কেন দ্রাবিড়ের মতো শ্রদ্ধেয় ব্যক্তিকে অপমান করতে যাব? তিনি ছিলেন সেরা অধিনায়ক। আমি স্রেফ রেগে গিয়েছিলাম। কারণ চেন্নাই সুপার কিংস ম্যাচে আমাকে খেলানো হয়নি।'

পিএনএস/হাফিজ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন