ম্যারাডোনাকে নিয়ে আসিফ নজরুলের আবেগঘন স্ট্যাটাস

  26-11-2020 11:53PM

পিএনএস ডেস্ক : ম্যারাডোনাকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন লেখক, ঔপন্যাসিক, রাজনীতি-বিশ্লেষক, সংবিধান বিশেষজ্ঞ, কলামিস্ট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল।

বৃহস্পতিবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ভেরিফাইড পেইজে তিনি এ স্ট্যাটাস দেন। স্ট্যাটাসটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো-

তিনি লিখেছেন, ম্যারাডোনার মৃত্যু সংবাদ পাই রাত ১২টার পর। সে হঠাৎ মারা যেতে পারে এটা বোধহয় জানতাম। তবু আমার মাথা গুলিয়ে উঠলো, বুক খালি হয়ে গেল। ঘুম ভুলে অনেক রাত পযন্ত ভাবি তার কথা। কেন এ ড্রাগ খাওয়া, চিট করা, গুলিছোড়া মানুষটা এতো প্রিয় আমাদের?

সে ছিল ম্যাজিশিয়ান, বিদ্রোহী, বিজয়ী। ওয়ান অব দ্য গ্রেটেস্ট না, গ্রেটেস্ট। পেলে বা মেসি বা রোনাল্ডোর চেযেও বড় কিছু। অন্যরা ১১ জনকে নিয়ে খেলে, সে নিজে ১১ জনের খেলা খেলে।

অন্যরা দলকে পরাজিত করে, সে পরাজিত করে সাম্রাজ্যকে।

আমাদের জীবন ম্যারাডোনাময়। ফকল্যান্ড যুদ্ধের পর ১৯৮৬ সালে তার ইংল্যান্ড জয়ে আমরা কি দেখিনি নিজেরও সবচেয়ে আনন্দময় বিজয়? বিশ্বকাপ তুলে ধরা তার হাত কি আমাদেরও হাত না?

আমাদের কাছে পৃথিবীর দুভাগ। একভাগ ম্যারাডোনার খেলা দেখেছে। আরেকভাগ দেখেনি। আমাদের জীবন অনেকটা ডিফাইন্ড ম্যারাডোনা প্রেমে।

কেমন করে তাহলে মৃত্যু হয় ম্যারাডোনার? আমাদের জীবিতকালে?

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন