কাতারে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও জামাল ভূঁইয়াদের হার

  29-11-2020 01:28AM

পিএনএস ডেস্ক : কাতারে প্রথম প্রস্তুতি ম্যাচে আর্মি ফুটবল দলের কাছে ৩-২ গোলে হেরেছিল জামাল ভূঁইয়ার বাংলাদেশ। তবে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে আরও বাজে দশা ধরা দিলো লাল-সবুজ জার্সি ধারীদের। বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইয়ের দ্বিতীয় ম্যাচে হজম করতে হয় এক গোল।

কাতারের দোহার আল আজিজিয়াহ বুটিক মাঠে শনিবার (২৭ নভেম্বর) লুসাইল স্পোর্টস ক্লাবের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। ম্যাচের ২৪-তম মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন আব্দুল রহমান মোহেদ। প্রথম ম্যাচে গোল পাওয়া মোহাম্মদ ইব্রাহিম ও এম এস বাবলুও ছিলেন গোল শূন্য। দ্বিতীয় অর্ধে আর কোনো দলই গোল করতে পারেনি। তবে ম্যাচে দুর্দান্ত আক্রমণাত্মক ছিলেন বাংলাদেশি ফুটবলাররা।

আগামী ৪ ডিসেম্বর কাতারের মাঠে ২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাইয়ের প্রিলিমিনারি রাউন্ডের দ্বিতীয় ধাপের ম্যাচ খেলবে বাংলাদেশ। বাছাইয়ের প্রথম লেগের ম্যাচে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে কাতারের বিপক্ষে ২-০ গোলে হেরেছিল জেমি ডের দল।

লুসাইলের বিপক্ষে ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় গোলরক্ষক আনিসুর রহমান জিকোর কথাতেও উঠে এলো মূল লড়াইয়ের আগে নিজেদের গুছিয়ে নেওয়ার বিষয়টি।

ম্যাচের পর ভিডিও বার্তায় তিনি বলেছেন, দুটি প্রস্তুতি ম্যাচে হারলেও দল ৪ ডিসেম্বর কাতারের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ভালো খেলতে চায়। দুটি ম্যাচে যেসব ভুলত্রুটি হয়েছে সেগুলো শুধরে নিয়েই সবাই মাঠে নামতে উন্মুখ।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন