মেজাজ হারানোর শাস্তি পেলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক

  11-01-2021 01:45PM

পিএনএস ডেস্ক : বর্ণবাদের মতো ন্যক্কারজনক ঘটনায় কলঙ্কিত অস্ট্রেলিয়া-ভারতের তৃতীয় টেস্ট। যদিও এ ঘটনায় অসি ক্রিকেটারদের কারও দায় নেই।

সিডনির টেস্টের চতুর্থ দিন বর্ণবাদী মন্তব্যের শিকার হয়েছেন ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ। তাদের অশালীন ভাষায় গালাগাল করেন গ্যালারিতে বসে থাকা অস্ট্রেলিয়ার সমর্থকরা।

সেই ঘটনার রেশ কাটার আগেই শাস্তি পেলেন অস্ট্রেলিয়া দলের অধিনায়ক টিম পেইন। সেটি অবশ্য বর্ণবাদী ঘটনাকেন্দ্রিক নয়। ওই আম্পায়ারের সিদ্ধান্তে প্রশ্ন তোলায় শাস্তি পেয়েছেন পেইন।

ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে পেইনকে। তার নামের সঙ্গে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।

ম্যাচের তৃতীয় দিন (শনিবার) একটি রিভিউয়ের সিদ্ধান্ত নিজেদের পক্ষে না আসায় সিডনি টেস্টের মূল আম্পায়ার পল উইলসনের সঙ্গে তর্ক করেন পেইন। মেজাজ হারিয়ে বেশ কড়া প্রতিবাদও জানান তিনি।

এ ঘটনায় লেভেল ওয়ান অপরাধ করেছেন জানিয়ে পেইনকে এ দণ্ড দেয় আইসিসি।

তবে নিজেকে সৌভাগ্যবান ভাবতে পারেন পেইন। কেননা এমন অপরাধের জন্য নিষেধাজ্ঞার শাস্তির বিধানও রয়েছে আইসিসির, যা দেওয়া হয়নি তাকে।

উল্লেখ্য, বোর্ডার-গাভাস্কার ট্রফির তৃতীয় ম্যাচের পঞ্চম দিন চলছে। এ ম্যাচে এগিয়ে রয়েছেন স্বাগতিকরা। ফল নিজেদের পক্ষে নিতে ব্যাটে লড়াই চালিয়ে যাচ্ছে ভারত।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত এখনও ১০৮ রানে পিছিয়ে ভারত। হাতে আছে ৫ উইকেট।

তথ্যসূত্র: ক্রিকবাজ টুইট, ক্রিকেট ইয়াহু

পিএনএস/এসআইআর


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন