‘হতাশ কিন্তু অবশ্যই ঘুরে দাঁড়াবো’

  31-05-2021 11:02AM


পিএনএস ডেস্ক: চেলসির বিপক্ষে শনিবার চ্যাম্পিয়নস লিগ ফাইনালে চোট পান ম্যানচেস্টার সিটি অধিনায়ক কেভিন ডি ব্রুইনা। প্রতিপক্ষের খেলোয়াড়ের সঙ্গে সংঘর্ষে ফেটে গেছে তার নাক এবং বাঁ অক্ষিকোটরের হাড়েও চিড় ধরা পড়েছে।

পোর্তোয় ৬০ মিনিটের মাথায় চেলসি ডিফেন্ডার আন্তোনিও রুদিগারের সঙ্গে ধাক্কা লাগে ডি ব্রুইনার। ২৯ বছর বয়সী মিডফিল্ডারকে মিনিটখানেক মাঠেই যন্ত্রণায় কাতরাতে দেখা যায়। প্রাথমিক চিকিৎসার পরও খেলার মতো অবস্থায় ছিলেন না। অশ্রুসিক্ত হয়ে মাঠ থেকে উঠে যান এবং ড্রেসিংরুমে তার চিকিৎসা চলে।

রবিবার (৩০ মে) দলের সঙ্গে ইংল্যান্ড ফেরার আগে হাসপাতালে তার স্ক্যান ও এক্স-রে করা হয়। ইনজুরির অবস্থা নিয়ে ইনস্টাগ্রামে পোস্ট দেন ডি ব্রুইনা, ‘এইমাত্র হাসপাতাল থেকে ফিরলাম। আমার পরীক্ষায় নাকের হাড় ও বাঁ অক্ষিকোটরের হাড়ে চিড় ধরা পড়েছে। গতকালকের ফল নিয়ে এখনও হতাশ কিন্তু অবশ্যই আমরা ঘুরে দাঁড়াবো।’

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন