যুক্তরাষ্ট্র ক্রিকেটের দায়িত্বে বাংলাদেশের সাবেক কোচ

  18-04-2024 07:40PM

পিএনএস ডেস্ক: বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলের দায়িত্বে কদিন আগেও ছিলেন। তার নেতৃত্বেই যুব এশিয়া কাপের শিরোপা ঘরে তুলেছিল বাংলাদেশ। এর আগে অবশ্য ছিলেন জাতীয় দলের সঙ্গেই। এক বছরের দায়িত্বেই বাংলাদেশকে দিয়েছিলেন মনে রাখার মতো স্মৃতি। সেই স্টুয়ার্ট ল এবার যাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটির ক্রিকেট দলের নতুন কোচ হচ্ছেন তিনি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোচ হিসেবে লয়ের নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন। বাংলাদেশের এই সাবেক কোচের প্রথম প্রতিপক্ষও টাইগাররাই। বিশ্বকাপের আগে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে যুক্তরাষ্ট্র। সেটিই যুক্তরাষ্ট্রের কোচ হিসেবে স্টুয়ার্ট ল–এর প্রথম সিরিজ।

ল এর আগে বাংলাদেশে ২০১১ সালে কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন। ছিলেন ২০১২ সাল পর্যন্ত। এ ছাড়া ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন ২০১৭ থেকে ২০১৮ সাল পর্যন্ত। এর বাইরে শ্রীলংকা ও আফগানিস্তানের কোচ হিসেবেও অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করেছেন।

ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছেন অস্ট্রেলিয়া জাতীয় দলের সঙ্গেও। এ ছাড়া বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দলের প্রধান কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। তার অধীনেই এসেছিল যুব এশিয়া কাপের শিরোপা। এ ছাড়া ২০১২ সালে প্রথমবার এশিয়া কাপের ফাইনালে ওঠে বাংলাদেশ।

আগামী ২১ মে শুরু হবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। পরের দুটি ম্যাচ হবে ২৩ ও ২৫ মে। সিরিজের সব কটি ম্যাচই হবে টেক্সাসের হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে। সেখানেই স্টুয়ার্ট ল দেখা পাবেন বাংলাদেশ দলের।

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন