ইংল্যান্ড দল আজ আসছে

  30-09-2016 07:45AM


পিএনএস: অবশেষে আজ বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড ক্রিকেট দল। বিসিবি সূত্রে জানা গেছে, আজ রাত ৮টা ৩০ মিনিটে বাংলাদেশে আসবে ইংলিশ ক্রিকেটাররা। সফরে ৩টি ওয়ানডে ও ২ ম্যাচের টেস্ট খেলবে তারা। এর আগে ২০১০ সালে ইংল্যান্ড দল বাংলাদেশের মাটিতে শেষ পূর্ণাঙ্গ সিরিজ খেলে। ২০০৩ সাল থেকে এ পর্যন্ত ৮টি টেস্টে কোনোটিই জিততে পারেনি বাংলাদেশ। এমনকি দ্বিপক্ষীয় সিরিজে দেশের মাটিতেও কোনো ওয়ানডে জয় নেই ইংল্যান্ডের বিপক্ষে। তবে ২০১১ ও ২০১৫ সালের বিশ্বকাপে দুইবারই বাংলাদেশ ইংল্যান্ডের বিপক্ষে জয় তুলে নিয়েছিল।

তবে দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজে প্রথম জয়টি এসেছিল ২০১০ সালে ইংল্যান্ডের মাটিতেই। এ পর্যন্ত ওয়ানডেতে ১৬ বার লড়াইয়ে বাংলাদেশের জয় মাত্র ৩টিতে। অন্যদিকে ৬ বছর পর এই পূর্ণাঙ্গ সিরিজে এখন নিরাপত্তাই অন্যতম ইস্যু। যে কারণে আজ ক্রিকেট দল আসার আগেই ফের ইংল্যান্ডের নিরাপত্তা প্রতিনিধি দল বাংলাদেশে চলে এসেছে গতকাল রাতেই। শুরুতেই ৪ঠা অক্টোবর একটি প্রস্তুতি ম্যাচ খেলতে ইংলিশরা ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে যাবেন। এরপর ৭ই অক্টোবর থেকে মিরপুর শেরেবাংলা মাঠে গড়াবে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। আর ২০শে আগস্ট চট্টগ্রামে শুরু হবে টেস্ট সিরিজ।

পিএনএস/বাকিবিল্লাহ্

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন