ঘোড়াঘাটে ঘোড়া দিয়ে জমি চাষ

  24-10-2016 09:08PM

পিএনএস, পার্বতীপুর (দিনাজপুর) : অবিশ্বাস্য হলেও সত্য দেশের ঐতিহ্য গরুর হাল আজ প্রায় বিলুপ্ত পথে। গরুর হাল আজ চোখেই পড়ে না। বর্তমানে কৃষকরা উন্নত মানের যন্ত্রাংশ দিয়ে হাল চাষ করে থাকে। পাওয়ার টিলার, ট্রাকটর দিয়ে জমি চাষ করেন।
ব্যতিক্রম দেখা গেলো দিনাজপুরের ঘোড়াঘাটের বেলওয়া গ্রামের মধ্যে কৃষক মোস্তাকিম সরকার তার জমি দুই জোড়া ঘোড়া দিয়ে হাল চাষ করছেন। তিনি পাওয়ার টিলার নয়, গরুর দিয়ে নয়। এবার তিনি ২টি ঘোড়া দিয়ে জমি চাষাবাদ করছেন। তিনি জানান, পাওয়ার টিলার-ট্রাকটর দিয়ে জমি চাষাবাদ করতে বহু টাকার প্রয়োজন হয়।
সাধারন কৃষকেরা ব্যয়বহুল চাষাবাদ করতে পারে না।
তাই বাড়ীতে গরু না থাকায়, ২টি ঘোড়া দিয়ে নিজের জমি হাল চাষ করছি।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন