পার্বতীপুরে স্থগিত ১টি কেন্দ্রের ভোট গ্রহণ ৩১ অক্টোবর

  24-10-2016 09:12PM

পিএনএস, পার্বতীপুর (দিনাজপুর) : এবছর ৭ মে অনুষ্ঠিত ৪র্থ দফার ইউপি নির্বাচনে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডি ইউনিয়নের একটি কেন্দ্রের স্থগিত হওয়া ভোট আগামী ৩১ অক্টোবর পূনরায় অনুষ্ঠিত হবে।
গত ৭ মে শনিবার সকাল ৮টায় ভোট গ্রহণ শুরুর পর পরই বাংলাদেশ আওয়ামীলীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী নুর মোহাম্মদ রাজা ও তার সমর্থকরা ইউনিয়নের কৈপুলকি সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখল করে। পরে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে সীল মারা শুরু করলে ভোট গ্রহণ স্থগিত করেন নির্বাচন কমিশন।
এঘটনায় ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার তহিজ উদ্দীন বাদী হয়ে চেয়ারম্যান প্রার্থী নুর মোহাম্মদ রাজাসহ তার ৩০-৪০ কর্মী সমর্থককে আসামী করে ওই দিনই পার্বতীপুর মডেল থানায় মামলা (নং - ৬ তাং ৭-৫-১৬) দায়ের করেন।
পার্বতীপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা জিকরুল হক জানান, সকাল ৮টায় কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে ভোট গ্রহন শুরু করা হয়। এর ১৫ মিনিটের মাথায় বেলাইচন্ডি ইউনিয়ন পরিষদের আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান নুর মোহাম্মদ রাজা ৩০-৪০ জন সমর্থক নিয়ে তার নিজ গ্রামের কৈপুলকি সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ঢুকে ব্যালট পেপার ছিনিয়ে নেয়।
এর কিছুক্ষনের মধ্যে তারা প্রায় ৮শ’ ব্যালট পেপারে সিল মেরে বাক্স ভরাতে থাকে। পরিস্থিতি সামাল দিতে না পেরে ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার তহিজ উদ্দীন উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করলে র্যা ব, বিজিবি ও পুলিশের টহল দল ওই কেন্দ্রে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
নির্বাচন কমিশন সুত্রে জানা যায়, বেলাইচন্ডি ইউনিয়নের ৯টি ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৮শ’ ৩৪ জন। এর মধ্যে স্থগিত হওয়া কৈপুলকি সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটার সংখ্যা ২ হাজার ৭শ’ ৮৫ জন। ইউনিয়নের ৯টি ভোট কেন্দ্রের মধ্যে ৮টিতে ভোট পড়ে ২০ হাজার ৪শ’ ৪৯টি। এর মধ্যে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী নুর মোহাম্মদ রাজা পান ৭ হাজার ১৫০টি, বিএনপি মনোনিত প্রার্থী এআইএন হাছিবুর রশিদ পান ৮ হাজার ৫শ’ ৬ ভোট, স্বতন্ত্র প্রার্থী আবদুল মজিদ সরকার পান ৫২১ ভোট ও আরেক স্বতন্ত্র প্রার্থী মোঃ মোমিনুর মন্ডল পান ৩ হাজার ৯শ’ ৯১ ভোট।
ভোট প্রদানের হার শতকরা ৭৩.৪৭ ভাগ। প্রাপ্ত ভোটে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী নুর মোহাম্মদ রাজার চেয়ে বিএনপি মনোনিত প্রার্থী এআইএন হাছিবুর রশিদ এখনো ১ হাজার ৩শ’ ৫৬ ভোটে।
এ ব্যাপারে পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার তরফদার মাহমুদুর রহমান বলেন, ৩১ অক্টোবর অনুষ্ঠেয় কৈপুলকি সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পুনঃভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এতে একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে র্যাব, বিজিবি ও পুলিশসহ বিপুল সংখ্যক আনছার-ভিডিপি সদস্য মোতায়েন থাকবে।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন