বরিশালে মাহেন্দ্র-ট্রাক সংঘর্ষে নিহত ২

  25-10-2016 03:59PM

পিএনএস, বরিশাল : বরিশালের গৌরনদীতে থ্রি হুইলার মাহেন্দ্র ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।

এতে আহত হয়েছেন আরো ছয়জন। নিহতরা হলেন মাহেন্দ্রচালক মো. সুজন (৩০) ও যাত্রী সুমন মন্ডল (৩৫)।

মঙ্গলবার বেলা ১১টায় ঢাকা-বরিশাল মহাসড়কের আশোকাঠী পেট্রোলপাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত মানিক (৩৪), জানে আলম ফকির (৭০), জয়নাল ফকির (৪৫), সেন্টু মন্ডল (৩২), তার স্ত্রী সঞ্চিতা রানী (২৫) ও তাদের ছেলে পার্থকে (১০) গৌরনদী উপজেলা ও বরিশাল শেরে-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গৌরনদী হাইওয়ে থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. শাহাদাৎ হোসেন জানান, বেলা ১১টার দিকে বাটাজোর থেকে গৌরনদীগামী একটি মাহেন্দ্র আশোকাঠী ফিলিং স্টেশনের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মালবাহী ট্রাকের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজন নিহত ও ছয়জন আহত হন। এ সময় মাহেন্দ্রটি দুমড়েমুচড়ে যায়।

খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের সদস্যরা ও গৌরনদী হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে।

নিহত সুজন উপজেলার দেওপাড়া গ্রামের ইউনুছ সরদারের ছেলে ও সুমন মন্ডল একই উপজেলার টরকীচর গ্রামের সাধু মন্ডলের ছেলে।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন